Tarak Singh on Firhad: ‘তারক সিং দাদার মতো’, ফিরহাদের ফোনেই গলল বরফ

Tarak Singh on Firhad: গতকাল রাতে এবং আজ সকালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ফোন করেছিলেন তারক সিং-কে।

Tarak Singh on Firhad: 'তারক সিং দাদার মতো', ফিরহাদের ফোনেই গলল বরফ
রাতেই তারক সিং-কে ফোন ফিরহাদেরImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2023 | 9:20 PM

কলকাতা: কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কথায় অসম্মানিত বোধ করেছিলেন দীর্ঘদিনের মেয়র পারিষদ তারক সিং। কার্যত চোখের জল আটকে ইস্তফা দেওয়ার কথাও বলেছিলেন তিনি। প্রকাশ্যে তারক সিং-এর কাজ নিয়ে প্রশ্ন তোলায় তিনি বলেছিলেন, ‘ইস্তফা দিয়ে দেব, আত্মসম্মানটাই আগে।’ অবশেষে ফিরহাদের ফোনে হল মানভঞ্জন! সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তারক সিং। নিজের বক্তব্যের ২৪ ঘণ্টা পর জানিয়ে দিলেন, আপাতত ইস্তফা দিচ্ছেন না তিনি। শুধু তাই নয়, ফিরহাদ হাকিমও ‘দাদা’ বলে সম্বোধন করলেন তারক সিংকে।

গত কয়েকদিনে কলকাতা শহরের একাধিক জায়গায় জল জমেছে। অভিযোগ এসেছে খোদ মেয়রের কাছেও। কিন্তু ফিরহাদের বক্তব্য, তাঁকে নাকি ঠিক মতো রিপোর্টই দেওয়া হচ্ছে না। তারক সিং নাকি তাঁকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে কোথাও জমা জলের খবর নেই। আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এ কথা শুনেই ভেঙে পড়েন তারক সিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন যে তিনি জ্বরে আক্রান্ত। তার মধ্যেও সব খবর রেখেছেন। যেখানে জল জমেনি, সেই তালিকাও দিয়েছেন মেয়রকে।

শনিবার তারক সিং-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আপাতত ইস্তফা দিচ্ছেন না। গতকাল রাতে এবং আজ সকালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তাঁকে ফোন করেছিলেন। ইস্তফা না দেওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি, মেয়র জানিয়েছেন, জল জমার সমস্যা সমাধানের জন্য তারক সিং-এর ওপরে তিনি যথেষ্ট আস্থাশীল। বর্তমানে তারক সিং জ্বরে আক্রান্ত। তাই সুস্থ হয়ে এলে ফিরহাদ হাকিম তাঁর সঙ্গে এই সমস্যা নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। সুস্থ না হয়ে, ফিরহাদের সঙ্গে কথা না বলে ইস্তফা দেবেন না তারক সিং।

এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, “তারক সিং আমার দাদার মতো। তাঁর জ্বর হয়েছে। তিনি অসুস্থ। জ্বরের সময় মানুষের মানসিকতায় একটু অন্যরকম থাকে। তাই হয়ত একটু রেগে গিয়েছেন। আমার সঙ্গে কথা হয়েছে, সব ঠিক হয়ে গিয়েছে।”