Duare Sarkar 2025: ৯ দিনে ১ লক্ষের বেশি ক্যাম্পের টার্গেট, প্রথম দিনেই কোন বড় রেকর্ড করে ফেলল দুয়ারে সরকার?
Duare Sarkar 2025: প্রথমদিনেই ৫ লাখি ভিড় দুয়ারে সরকারের ক্যাম্পে। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার থেকেই গোটা রাজ্যে শুরু হয়েছে নবম দুয়ারে সরকার। এক ছাতার তলায় আনা হয়েছে ৩৭টি প্রকল্প। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
কলকাতা: যেন একেবারে প্রথমদিনেই বাজিমাত। ফার্স্ট ডে-তেই ‘দুয়ারে সরকারের’ ক্যাম্পে অংশ নিলেন প্রায় সাড়ে ৫ লক্ষ মানুষ। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার থেকেই গোটা রাজ্যে শুরু হয়েছে নবম দুয়ারে সরকার। এক ছাতার তলায় আনা হয়েছে ৩৭টি প্রকল্প। আর তাতেই দেখা গেল মানুষের ব্যাপক সাড়া। নবান্ন সূত্রে খবর, এদিন রাজ্যজুড়ে ১৩ হাজার ৯২২ টি শিবিরের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র শুক্রবারই এই ক্যাম্পগুলিতে যান ৫ লক্ষ ৪৬ হাজার ৫৯৬ জন। যদিও কোন প্রকল্প সবথেকে বেশি মানুষ টেনে অন্য প্রকল্পকে টেক্কা দিচ্ছে তা এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর, অন্যবারের মতোই এবারও লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীতে নাম লেখাতে সব থেকে বেশি ভিড় চোখে পড়েছে। পাশাপাশি আধার কার্ড সংক্রান্ত কাজ, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়েও ভাল সাড়া মিলেছে বলে খবর। প্রসঙ্গত, কিছুদিন আগেই সন্দেশখালিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই জানিয়ে দিয়েছিলেন শীঘ্রই গোটা রাজ্যে বসবে দুয়ারে সরকারের শিবির। আর তা হবে জানুয়ারিতেই।
২৪ জানুয়ারি থেকে চালু হলেও দুয়ারে সরকারের ক্যাম্প থাকছে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রসঙ্গত, দুয়ারে সরকারের পথচলা শুরু ২০২০ সালের ডিসেম্বর মাসে। তারপর থেকে এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৬ লক্ষ ৮২ হাজার ৪৬৫টি দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে খবর। সরাসরি সরকারি সুবিধা পেয়েছেন ১১ কোটি ৪৫ লক্ষ ৮৪ হাজার ৭১৬ জন। এবারের টার্গেট ১ লক্ষেরও বেশি। সূত্রের খবর, এবার গোটা রাজ্যে ১ লক্ষ ৬ হাজার ৩৬টি শিবিরের আয়োজন করার টার্গেট নেওয়া হয়েছে।