
কলকাতা: পুজোর আগে ২০২৩ সালের টেট পরীক্ষার ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। একই দিনে আবার চাকরির দাবিতে পথে নামেন ২০২২ সালের টেট পরীক্ষায় পাশ করা অন্যান্য চাকরিপ্রার্থীরা। কিন্তু ২০২৩ সালে টেটে পাশের হার নিয়ে এবার প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর প্রশ্ন, মাত্র ২.৪৭ শতাংশ পাশের হার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে এত পাশ করত, তাহলে এবারে এত কম কেন? আগে কি তাহলে জল মেশানো হত নাকি এখন চেপে দেওয়া হচ্ছে? নাকি বেকার যুবকদের চাকরি দিতে চায় না সরকার? প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার।
২০২২ সালে টেটে পাশ করেছিলেন ৫৭ হাজার। ২০২৩ সালে টেট উত্তীর্ণের সংখ্যা মাত্র ৬ হাজার ৭৫৪ জন। যেখানে মোট চাকরিপ্রার্থী রয়েছেন ৬৩ হাজার ৭৫৪ জন। সুকান্ত মজুমদার বলেন, “এই যে ২.৪৭ শতাংশের পাশ করা, এর আর আগে তো অনেক বেশি শতাংশ পাশ করত, হঠাৎ এত কম কেন? তাহলে কি আগে জল মেশানো হত? নাকি বেকার যুবকদের চাকরি দেব না, এই মানসিকতা থেকে এটা করা হল? ”
সুকান্ত মজুমদারের মন্তব্যের পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “তিনি নিজে শিক্ষকতা করতেন, তিনি এখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এই লজিক নিয়ে কি ভারতবর্ষের শিক্ষাব্যবস্থা চলে? আগের পরীক্ষায় কত শতাংশ পাশ করেছে, এখন কত পাশ করল, তা মিলিয়ে কি ফলপ্রকাশ করা হয়? এরকম অবৈজ্ঞানীক, অবাস্তব কথা কে বলতে পারেন? হতে পারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলা হচ্ছে। কোনও লজিক কাজ করছে না।”