CPIM: ‘সাম্প্রদায়িক শক্তির সিপিএম জোট করবে না’, সেলিমের পদক্ষেপে ‘অনাস্থা’ কান্তির?

CPM-Humayun Alliance: কান্তি কিন্তু স্পষ্টতই বলছেন, “আমাদের দল সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তিদের সঙ্গে আপোস, সমঝোতা, জোট করবে না। এই বিশ্বাস ভরসা আমার এখনও রয়েছে। সিপিএমের মতো বামপন্থী দলগুলি এই ধরনের দলের সঙ্গে জোট করবে বলে আমি বিশ্বাস করি না।”

CPIM: ‘সাম্প্রদায়িক শক্তির সিপিএম জোট করবে না’, সেলিমের পদক্ষেপে ‘অনাস্থা’ কান্তির?
রাজনৈতিক মহলে চাপানউতোরImage Credit source: TV 9 Bangla GFX

| Edited By: জয়দীপ দাস

Jan 30, 2026 | 12:03 AM

কলকাতা: এবারের নির্বাচনে কি ধর্মসঙ্কটে পড়তে চলেছে সিপিএম? ইতিমধ্যেই হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে ফেলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। হুমায়ুন বলছেন, বন্ধুত্বপূর্ণ পরিবেশ বৈঠক সদর্থক হয়েছে। এবার এই বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেল সেলিমের দলেরই এক প্রবীণ নেতাকে। বিরক্ত কান্তি গঙ্গোপাধ্যায়। তাঁর সাফ কথা, তিনি বিশ্বাস করেন তাঁর দল কখনওই কোনও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সমঝোতা করবে না। জোট করবে না। তাঁর এ মন্তব্য নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। তাহলে কী নিজের দলের রাজ্য সম্পাদকের উপরেই অনাস্থ কান্তির? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। 

কান্তি কিন্তু স্পষ্টতই বলছেন, “আমাদের দল সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তিদের সঙ্গে আপোস, সমঝোতা, জোট করবে না। এই বিশ্বাস ভরসা আমার এখনও রয়েছে। সিপিএমের মতো বামপন্থী দলগুলি এই ধরনের দলের সঙ্গে জোট করবে বলে আমি বিশ্বাস করি না।” কান্তির মন্তব্য জোট নিয়ে টানাপোড়েনের মধ্যে বাম নেতাদের যথেষ্টই অস্বস্তির কারণ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ। কী বলছে অন্য়ান্য বাম নেতারা? 

বাম নেতা সুজন চক্রবর্তী বলছেন, “আমি সংবাদমাধ্যমে যা দেখেছি তাতে সেলিম বলেছেন জোটের ব্য়াপার নয়। মন বুঝতে গিয়েছিলেন। হয়তো মন বুঝতেই গিয়েছেন বলছেন যখন। খানিকটা ভরসা করুন। মন বোঝার চেষ্টা করা সবসময় ভাল। তাই যদি বামেদের শরিক দলগুলি ভিন্ন কোনও কথা বলে থাকে তাহলে নিশ্চয় তারা আলোচনা করবে। আলোচনার সময় তো মহম্মদ সেলিম উপস্থিত থাকবেন। যদি কিছু বলার থাকে তখন সেলিম নিজেই তো তা বলতে পারবেন।”