Pujoy Pulse Season 3: কুমোরটুলিতে শেষ তুলির টান, মহিলা মৃৎশিল্পীদের পথ দেখাচ্ছেন রেখা
Kumartuli: গত কয়েকদিন ধরেই কুমোরটুলিতে চলছে শেষ পর্যায়ের কাজ। দিনরাত এক করে চলছে শেষ তুলির টান। তুমুল ব্যস্ত শিল্পীরা। তবে শুধু পুরুষ শিল্পীরা নন, শিল্পীদের মধ্যে মহিলা শিল্পীদের তালিকাটাও ধীরে ধীরে বাড়ছে।
কলকাতা: ফের এসে গিয়েছে টিভি৯ বাংলা পুজোয় পালস সিজন থ্রি। এবারের থিম গোল-কা-মাল। পালসের ক্যান্টর ঘুরছে জেলায় জেলায়। পুজোর আনন্দ দ্বিগুণ করে দিচ্ছে এই অভিনব প্রচার। এদিকে কুমোরটুলিতে এখন শেষ তুলির টান। অনেক প্রতিমাই ইতিমধ্যে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। কিছু প্রতিমায় শেষবেলার কাজ চলছে পুরোদমে। এদিকে দিন যত যাচ্ছে কুমোরটুলিতে মহিলা শিল্পীদের তালিকাটাও ধীরে ধীরে বাড়ছে। তেমনই একজন রেখা মণ্ডল। কুমোরটুলিতে প্রথাগত বড় হওয়া নয় রেখার। তবে মাটির টানেই কুমোরটুলিতে পা রাখেন তিনি।
গত কয়েকদিন ধরেই কুমোরটুলিতে চলছে শেষ পর্যায়ের কাজ। দিনরাত এক করে চলছে শেষ তুলির টান। তুমুল ব্যস্ত শিল্পীরা। তবে শুধু পুরুষ শিল্পীরা নন, শিল্পীদের মধ্যে মহিলা শিল্পীদের তালিকাটাও ধীরে ধীরে বাড়ছে। সেই তালিকাতেই রয়েছে রেখা মণ্ডল। তাঁর থেকে কাজও শিখেছেন অনেকে। তাঁর দেখানো পথ ধরেই হাঁটতে চাইছেন আরও অনেক মহিলা।