Kunal Ghosh: ‘বিজেপিতে এখন রামপন্থী আর কালীপন্থীদের লড়াই চলছে’, তীব্র আক্রমণ কুণালের

Kunal Ghosh: শমীক ভট্টাচার্যের বঙ্গ বিজেপির সভাপতিত্ব গ্রহণের মঞ্চেই দেখা গিয়েছিল কালীঘাটের কালীর ছবি। যা নিয়ে রাজনৈতিক মহলে কম জলঘোলা হয়নি। এবার মোদীর মুখেও সেই কালী কথা! তাই নিয়েই এবার খোঁচা দিলেন কুণাল ঘোষ।

Kunal Ghosh: ‘বিজেপিতে এখন রামপন্থী আর কালীপন্থীদের লড়াই চলছে’, তীব্র আক্রমণ কুণালের
কুণাল ঘোষ, তৃণমূল নেতা Image Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 18, 2025 | 10:09 PM

কলকাতা: “বিজেপির নীতি নেই তাই ওদের কোনো দেবতা দরকার হয়।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষ হতেই খোঁচা কুণাল ঘোষের। এদিনই আবার সাংবাদিক বৈঠকে শিঙাড়া-জিলিপি বিতর্কেও কেন্দ্রের তুলোধনা করেছেন। ফের শান দিয়েছেন তৃণমূলেন নতুন লাইন বাঙালি অস্মিতায়। তাঁর সাফ কথা, গণতান্ত্রিক দেশে কে কী খাবে তা চাপিয়ে দেওয়া যায় না। এটা তার ব্যক্তি স্বাধানীতা। অন্যদিকে এদিন দুর্গাপুরে মঞ্চে উঠেই দুর্গা ও কালীর নাম নেন মোদী। তা নিয়েই এবার খোঁচা দিলেন কুণাল ঘোষ। 

সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, “আমরা রাম কে শ্রদ্ধা করি। রাম সংস্কৃতির প্রতীক। কিন্তু তৃণমূলের চাপে উনি কালী কালী করছেন এটা ঠিক না। উনি কালী কালী করছেন, আর ওনার পাশে বসে জয় শ্রী রাম বলছে। ওদের দলে এখন রামপন্থী আর কালীপন্থীদের লড়াই চলছে।” কুণালের দাবি, চাপের মুখে পড়েই এখন বাঙালি অস্মিতায় শান দিতে চাইছে বিজেপি। বাংলার বঞ্চনা নিয়ে সুর চড়িয়ে মোদীর উদ্দেশ্যে তোপ দেগে বলেন, “একটা পূর্ণ মন্ত্রী দেননি। বাংলার টাকা আটকে রেখেছিলেন! এখন বাঙালি অস্মিতার কথা বলছেন!” 

এদিকে শমীক ভট্টাচার্যের বঙ্গ বিজেপির সভাপতিত্ব গ্রহণের মঞ্চেই দেখা গিয়েছিল কালীঘাটের কালীর ছবি। যা নিয়ে রাজনৈতিক মহলে কম জলঘোলা হয়নি। এবার মোদীর মুখেও সেই কালী কথা! মোদী যদিও বলছেন, তৃণমূল যাই বলুক বাংলার অস্মিতা বিজেপির কাছে সুরক্ষিত।