Kolkata: ফ্ল্যাটে ঢুকতেই যুবতীর অবস্থা দেখে চোখ কপালে প্রতিবেশীর, ইকোপার্কে কৌতূহলী মানুষের ঢল
Kolkata: খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে ইকো পার্ক থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুন না আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে।
ইকোপার্ক: খোঁজ নিতে এসেছিলেন প্রতিবেশী। কিন্তু, গিয়ে যে এই দৃশ্য দেখবেন তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি। ঘরে ঢুকতেই দেখলেন ঘরের মেঝেতে পড়ে রয়েছেন যুবতী। দেহে কোনও সাড় নেই। কিন্তু, দেখেই বোঝা যাচ্ছে তিনি কোথাও বের হচ্ছিলেন। নতুন পোশাকও পরেছেন। কার্যত সেজেগুজেই রয়েছেন। কিন্তু, আচমকা কী করে তাঁর এই অবস্থা হল বুঝে উঠতে পারেননি প্রতিবেশী। ডাকেন আশপাশের লোকজনকে। খবর যায় পুলিশে। চাঞ্চল্যকর ঘটনা হাতিয়ারা মাঝেরপাড়া। মিলন সমিতি ক্লাবের পাশে ছিল যুবতীর ফ্ল্যাট। সেখান থেকেই উদ্ধার হয়েছে তাঁর দেহ।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে ইকো পার্ক থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুন না আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে।
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক মাস আগে ঘর ভাড়া নিয়েছিলেন ওই তরুণী। কিন্তু, কেন আচমকা তাঁর এই পরিণতি হল তা বুঝে উঠতে পারছেন না কেউই। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ওই যুবতী মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণেই কিছু হয়েছে কি না তার তদন্তে নেমেছে পুলিশ। একইসঙ্গে ওই ফ্ল্যাটে রাত থেকে সকাল পর্যন্ত কারা এসেছিলেন, কাদের সঙ্গে কেমন সম্পর্ক সবই খতিয়ে দেখছে ইকোপার্ক থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)