
কলকাতা: ‘বিজেপির বাংলা ঘৃণা হিমন্তের কথায় আরও একবার প্রতিফলিত হল।’ তীব্র আক্রমণে তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের সাফ কথা, “হিমন্তের ক্ষমা চাওয়া উচিত। হিমন্ত যদি অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে বলে থাকেন সেই ব্যর্থতা স্বরাষ্ট্র দফতরের।” প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে পরিযায়ী হেনস্থার ইস্যুতে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। চলতি মাসেই বাংলার সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ‘বিজেপি বাংলা বিরোধী’ এই মর্মে বিশেষ প্রচার অভিযানও শুরু হয়ে গিয়েছে। কুণাল বলছেন, “বাঙালি অস্মিতায় আঘাত তা নিয়ে সর্বাত্মক আন্দোলন করবে তৃণমূল।”
এদিনই আবার হিমন্তের কথাকে সামনে এনে এক্স হ্যান্ডেলেও তোপ দেগেছেন কুণাল। হিমন্তের বলা কথাকে কোট করে কুণাল লিখছেন, “মাতৃভাষা বাংলা লিখলেই বোঝা যাবে অসমে কত বিদেশি আছে – অসমের মুখ্যমন্ত্রী এসব কী চলছে?” এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়ে তিনি আরও বলেন, “বিজেপি বঙ্গবাসী এবং বঙ্গভাষি বিরোধী।”
“মাতৃভাষা বাংলা লিখলেই বোঝা যাবে আসামে কত বিদেশি আছে।” – আসামের মুখ্যমন্ত্রী।
এসব কী চলছে? একটা বাঙালীবিরোধী, বাংলাবিরোধী দল বিজেপি। বাংলা আমাদের মাতৃভাষা নয়? পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী নই? আর যদি ওরা বাংলাদেশের কথা বলে, তাহলে অমিত শাহর বিএসএফ থাকতে বেআইনি অনুপ্রবেশ হয় কী করে?… pic.twitter.com/EmOSMi9tXy— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 12, 2025
সম্প্রতি কালীগঞ্জ থানার হাটগাছা গ্রাম পঞ্চায়েত এলাকার অনন্তপুর, বসরখোলা গ্রাম-সহ একাধিক গ্রামের অনেক পরিযায়ী শ্রমিক ওড়িশায় কাজে গিয়েছিলেন। কিন্তু সেখানে বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করেছে পুলিশ। একই হাল কেতুগ্রামের চর সুজাপুর গ্রামের ১৬ জন পরিযায়ী শ্রমিকের। কুণালের দাবি, যা চলছে তাতে বিজেপির বাংলা ভাষার বিরুদ্ধে হিংসাত্মক মনোভাব প্রতিফলিত হচ্ছে। ক্ষোভের সুরেই এদিন সাংবাদিক বৈঠকে কুণাল বললেন, “বাংলা বললেই বাংলাদেশি বলছে। অসমের মুখ্যমন্ত্রী সব সীমা লঙ্ঘন করলেন। বিজেপি বাংলা বাঙালিকে ঘৃণা করে।”