কলকাতা: তবে কি ফের পাওয়া যেতে পারে করোনার (Coronavirus) নতুন স্ট্রেনের খোঁজ? দুশ্চিন্তা বাড়িয়ে রবিবার ব্রিটেন ফেরত একই পরিবারের তিনজনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে কলকাতায়। এ নিয়ে রাজ্যে ব্রিটেন ফেরত কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ছ’জন।
আক্রান্তদের মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন প্রশাসক পুত্রের দেহে ব্রিটেন স্ট্রেনের অস্তিত্ব নিশ্চিত করা গিয়েছে। বেলেঘাটা আইডি’তে চিকিৎসাধীন বাকি পাঁচজনের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠানো হয়েছে।
সূত্রের খবর, কসবার বাসিন্দা একই পরিবারের যে তিন সদস্য কোভিড পজিটিভ হয়েছেন, সেই পরিবারের ৩৮ বছরের যুবক গত ২০ ডিসেম্বর কলকাতায় ফিরেছিলেন। তাঁর সংস্পর্শে আসার পরে ওই পরিবারের আরও দু’জন সদস্য জ্বরে আক্রান্ত হন। এরপর স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে নমুনা পরীক্ষা করানো হলে তাঁদের রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুন: ‘বার্ন আউট’ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন সৌরভ, এরপরই …
আক্রান্ত দু’জনের মধ্যে ৪৩ বছরের এক ব্যক্তি এবং ৬৯ বছরের এক বৃদ্ধা রয়েছেন। আক্রান্তদের ডায়াবিটিস, উচ্চ রক্তচাপের মতো অন্য অসুখও রয়েছে। তবে তাঁদের দেহেও করোনার নতুন স্ট্রেন রয়েছে কিনা তা জানতে আরও কিছুটা সময় লাগবে।
আরও পড়ুন: ডোনার ফোনে প্রধানমন্ত্রীর ফোন! মিনিট তিনেক কথা বললেন মহারাজ