কলকাতা: বাচ্চাকে বাঁচাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল তিনটি হনুমানের (Monkey)। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা কালিতলা আসুতি থানার অন্তর্গত চট্টাকালিকা বাসস্ট্যান্ডের কাছে।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় একদল হনুমান এসে লাফালাফি করার ফলে একটি হনুমানের বাচ্চা ইলেকট্রিক পোস্টের উপরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্য তিনটি হনুমান ঝাঁপ দেয় কারেন্টের সেই পোস্টে। ফলস্বরূপ তারাও বিদ্যুৎপিষ্ট হয়ে মারা যায়। দু’টি হনুমান পোস্টের উপরে ও একটি হনুমান নীচে পড়ে যায়। এই ঘটনার পর বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। এই দৃশ্য দেখার জন্য বহু মানুষ জড়ো হয়।
উত্তেজনা শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরবর্তীকালে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এবং বনদপ্তরের কর্মীরা ও সিইএসসি-র কর্মীরা তিন ঘণ্টার প্রচেষ্টায় তিনটি হনুমানের মৃতদেহ ইলেকট্রিক পোস্ট থেকে নামিয়ে বনদফতর কর্মীদের নিয়ে যায়।
আরও পড়ুন: না থেকেও ডুমুরজলার সভায় থাকছেন অমিত শাহ!
উল্লেখ্য, দুদিন আগেও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় একই ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক হনুমানের মৃত্যু ঘটে। এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে যাওয়ার সময়ে এগারো হাজার ভোল্টের ইলেকট্রিকের খুঁটি ছুঁয়ে ফেলে সে। ঘটনাস্থল থেকেই তাকা উদ্ধার করেন গ্রামবাসীরা। প্রিয় হনুমানের মৃত্যুতে শোকের ছায়া নামে এলাকাজুড়ে।
আরও পড়ুন: তৃণমূলের অনেকেই বলেছে, পার্টিটা ছাড়তে: রাজধানীমুখী রুদ্র