Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

না থেকেও ডুমুরজলার সভায় থাকছেন অমিত শাহ!

দিল্লিতে বিস্ফোরণের জন্য বঙ্গ সফরে অমিত শাহর পূর্ব নির্ধারিত কর্মসূচিতে বদল হয়। শুক্রবার সন্ধ্যায় কলকাতায় পা রাখার কথা ছিল তাঁর। তিনি আসতে পারেননি।

না থেকেও ডুমুরজলার সভায় থাকছেন অমিত শাহ!
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jan 30, 2021 | 4:52 PM

কলকাতা: হাওড়ার (Howrah) ডুমুরজলায় পূর্ব নির্ধারিত সময়েই ভার্চুয়ালি সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই খবর মিলেছে।

logo2

দিল্লিতে বিস্ফোরণের জন্য বঙ্গ সফরে অমিত শাহর পূর্ব নির্ধারিত কর্মসূচিতে বদল হয়। শুক্রবার সন্ধ্যায় কলকাতায় পা রাখার কথা ছিল তাঁর। তিনি আসতে পারেননি। সেক্ষেত্রে রবিবার হাওড়ায় বিজেপির যোগদান মেলা আদৌ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠে। বঙ্গ রাজনৈতিক প্রেক্ষাপটে ‘ভার্টিক্যালে ট্রেন্ডিং’ এই সভার গুরুত্ব অপরিসীম। অমিত শাহর উপস্থিতিতেই হাওড়ার যোগদান মেলাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল রথীন চক্রবর্তীদের জর্সি বদলের কথা ছিল।

এদিকে অমিত শাহ না আসার শনিবার সকালেই দিল্লির উদ্দেশে রওনা দেন তাঁরা। ফলে ডুমুরজলার সভার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে। কর্মীরা কিছুটা হলেও হতাশ হন। তারপরই বিজেপির তরফে জানানো হয়, ভার্চুয়ালি সেই সভায় থাকছেন অমিত শাহ। সভায় উপস্থিত থাকতে কলকাতায় আসছেন স্মৃতি ইরানি।

আরও পড়ুন: ‘মঞ্চ বাঁধাই থাকবে, ঠাকুরনগরে যে কোনও দিনই আসতে পারেন অমিত শাহ’

উল্লেখ্য, রাজীবের এদিন দিল্লি সফরকে কটাক্ষ করে ব্রাত্য বসু TV9 বাংলাকে বলেন, “দিল্লিতে একটা বিশেষ বিমান যাচ্ছে। সেটা দিল্লিতে ল্যান্ড করবে। সেখানে কিছু ঘটনা ঘটবে। তারপর আবার প্লেনটা ফিরে আসবে কলকাতায়। সুস্থ ভাবেই ফিরুক, আমি চাইব। কিন্তু আসলে তো প্লেনটা বারমুডা ট্রায়াঙ্গলের ওপর দিয়েই যাচ্ছে। র্যাডারলেস, দিকভ্রষ্ট। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে জানি না।”