RG Kar Case: RG Kar-এর ঘটনাস্থল ঘুরে দেখতে চান তিলোত্তমার পরিবার, কোর্টে আপত্তি জানাল রাজ্য, কেন?

RG Kar: মঙ্গলবার নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি ও অর্মত্য দে কোর্টে জানান, "আমরা হাসপাতাল ও ঘটনাস্থল ঘুরে দেখতে চাই। তবে সেমিনার রুম বাদ দিয়ে। কলকাতা পুলিশের তদন্তে ত্রুটি ছিল বলেই হাইকোর্ট তদন্ত সিবিআইকে দিয়েছে। পরিবার দেখতে চায় কী হয়েছিল ঘটনাস্থলে।"

RG Kar Case: RG Kar-এর ঘটনাস্থল ঘুরে দেখতে চান তিলোত্তমার পরিবার, কোর্টে আপত্তি জানাল রাজ্য, কেন?
আরজি কর নিয়ে কী বক্তব্য রাজ্যের?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 08, 2025 | 6:20 PM

কলকাতা: আরজি কর-কাণ্ডের আরও একটি মামলা চলছে শিয়ালদহ আদালতে। ঘটনার অকুস্থল ঘুরে দেখার আবেদন জানিয়েছে তিলোত্তমার পরিবার। সেই মামলার শুনানিতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারক অরিজিৎ মণ্ডল। তবে ঘটনাস্থল ঘুরে দেখার আবেদনে আপত্তি জানাল শিয়ালদহ আদালত। এই ধরনের আবেদন খারিজ করা হোক বিচারকের কাছে আর্জি রাজ্যের। আপত্তি টালা থানার তৎকালীন ওসি ও সন্দীপ ঘোষের আইনজীবীরও।

মঙ্গলবার নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি ও অর্মত্য দে কোর্টে জানান, “আমরা হাসপাতাল ও ঘটনাস্থল ঘুরে দেখতে চাই। তবে সেমিনার রুম বাদ দিয়ে। কলকাতা পুলিশের তদন্তে ত্রুটি ছিল বলেই হাইকোর্ট তদন্ত সিবিআইকে দিয়েছে। পরিবার দেখতে চায় কী হয়েছিল ঘটনাস্থলে।” তিলোত্তমার আইনজীবীদের প্রশ্ন, “রাজ্য কী লুকাতে চাইছে?কেন তারা আপত্তি জানাচ্ছে? সিবিআই তদন্ত করছে তাদের কোনও আপত্তি নেই তাহলে রাজ্যের আপত্তি কেন?” তাঁদের আরও বক্তব্য,”নির্যাতিতার পরিবারের এটা জানার অধিকার আছে যে সঠিক তদন্ত হচ্ছে কি না। পরিবারের আইনজীবী হিসেবে এই অধিকার আছে। নতুন আইন এই অধিকার দিয়েছে। যতই ছবি, ভিডিয়ো থাকুক নিজের চোখে ঘটনাস্থল দেখার গুরুত্ব আছে।”

রাজ্যের আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের আপত্তি রয়েছে ঘটনাস্থল ঘুরে দেখার ক্ষেত্রে।হাইকোর্টে পুনরায় তদন্তের শুনানি বাকি আছে।ঘটনাস্থল ঘুরে দেখার অধিকার আইনজীবী বা অন্য কারও নেই।এই ধরনের আবেদন গ্রহণযোগ্য না। এই আবেদনে স্পষ্ট নেই কোথায় কি ঘুরে দেখতে চান।পরিবারই সিবিআই তদন্ত ত্রুটি আছে বলে দাবি করেছে। তাই পুনরায় তদন্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই আবেদনে বাতিল করা হোক।”

সিবিআই-এর আইনজীবী জানান, “আমাদের কোনও আপত্তি নেই এই আবেদনে। শুধু সেমিনার রুম ঘুরে দেখাতে আপত্তি। যদি আবেদন মঞ্জুর করা হয় তাহলে এক মাস পরের দিন দেওয়া হোক।” অপরদিকে, অভিজিৎ মণ্ডলের আইনজীবী বলেন, “তদন্ত চলছে এখনো। হাইকোর্টে পুনরায় তদন্তের আবেদনের শুনানি বাকি। আমাদের আপত্তি রয়েছে এই আবেদনে।” সন্দীপ ঘোষের আইনজীবী জোয়েভ রউফের সওয়াল, “নিম্ন আদালত এই আবেদন শুনতেই পারে না।আমাদের আপত্তি রয়েছে এই আবেদনে।যদি আবেদন অনুমোদন করা হয় তাহলে গোটা প্রক্রিয়ার যেন ভিডিওগ্রাফি হয়।”