AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar: আন্দোলনের আবহেই আরজি করে বসছে তিলোত্তমার মূর্তি, মহালয়ায় উন্মোচন

RG Kar: মহালয়ার দিনই শক্তির প্রতীক হিসাবে তিলোত্তমার মূর্তি উন্মোচন হবে আরজি করে। কিন্তু কেমন দেখতে হবে এই মূর্তি? এ প্রসঙ্গে কিঞ্জল জানাচ্ছেন, মূর্তিটি তৈরি করছেন অসিৎ সাঁই। পশ্চিম মেদিনীপুুরে বাড়ি। তাঁর ভাবনা থেকেই সবটা হচ্ছে।”

RG Kar: আন্দোলনের আবহেই আরজি করে বসছে তিলোত্তমার মূর্তি, মহালয়ায় উন্মোচন
কী বলছেন কিঞ্জল? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 01, 2024 | 2:33 PM
Share

কলকাতা: সুবিচার এখনও অধরা। তিলোত্তমার স্মৃতিতে এবার আরজি কর মেডিকেল কলেজের প্ল্য়াটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে বসতে চলেছে তাঁর আবক্ষ মূর্তি। ইতিমধ্যেই বেদীও প্রস্তুত হয়ে গিয়েছে। প্রসঙ্গত, আরজি কর মামলার জল কলকাতা হাইকোর্টের গণ্ডি ছাড়িয়ে গড়িয়েছে সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি ১৩ অক্টোবর। এদিকে পুজোর আবহেও এখনও রাজ্যের নানা প্রান্তে চলছে আন্দোলন। আন্দোলনকারী চিকিৎসক কিঞ্জল নন্দ বলছেন, “৯ তারিখের বীভৎসতার কথা মাথায় রেখেই আমাদের এই পরিকল্পনা। ঘটনার বিচার হয়তো একদিন হবে। দোষীরা শাস্তিও পাবে। কিন্তু আমরা চাই তারপরেও যেন এ ঘটনাকে কেউ ভুলে না যান। সে কারণেই এই মূর্তি বসানোর পরিকল্পনা।”

কিঞ্জলের আরও বলছেন, “আমাদের মাথায় রাখতে হবে, আমাদের দেখতে হবে এ ঘটনার পুনরাবৃত্তি যেন কোথাও না হয়। হাসপাতালে তো অনেকেই আসেন, পড়ুয়ারা আসেন, অধ্য়াপকরা আসেন, তাঁদের যেন মাথায় থাকে আরজি করে এমন একটা ঘটনা ঘটেছিল। কোনওরকম কোনও দুর্নীতিমূলক কাজ যাতে এখানে না হয় তা সর্বদা মনে করাতেই আমাদের এই উদ্যোগ।” 

মহালয়ার দিনই শক্তির প্রতীক হিসাবে তিলোত্তমার মূর্তি উন্মোচন হবে আরজি করে। কিন্তু কেমন দেখতে হবে এই মূর্তি? এ প্রসঙ্গে কিঞ্জল জানাচ্ছেন, মূর্তিটি তৈরি করছেন অসিৎ সাঁই। পশ্চিম মেদিনীপুুরে বাড়ি। তাঁর ভাবনা থেকেই সবটা হচ্ছে। আমরা বলেছিলাম সরাসরি যেন তিলোত্তমাকে তুলে ধরা না হয়। প্রতীকী কিছু যাতে করা যায়। উনি তেমনটাই চেষ্টা করছেন।