BJP MLA: বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তৃণমূলের, ‘রাজনীতি’ বলল পদ্মশিবির

বিজেপি ও তৃণমূলের জোড়া কর্মসূচি ঘিরে বুধবার সরগরম হয়ে ওঠে বিধানসভা চত্বর। সে সময়ই বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছে। এ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠিও দিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। তার পর কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ কর্তা বিধানসভায় এসে স্পিকারের সঙ্গে দেখাও করেছেন।

BJP MLA: বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তৃণমূলের, 'রাজনীতি' বলল পদ্মশিবির
জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 29, 2023 | 9:16 PM

কলকাতা: বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে সরব তৃণমূল। বিজেপি ও তৃণমূলের জোড়া কর্মসূচি ঘিরে বুধবার সরগরম হয়ে ওঠে বিধানসভা চত্বর। সে সময়ই বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছে। এ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠিও দিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। তার পর কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ কর্তা বিধানসভায় এসে স্পিকারের সঙ্গে দেখাও করেছেন। যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, শুধুমাত্র রাজনীতির করার জন্য এই ধরনের অভিযোগ করছে তৃণমূল।

ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার দিনেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিধানসভার ভিতর প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই শুরু হয় এই কর্মসূচি। তৃণমূলের এই কর্মসূচির সামনেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। যা নিয়ে বুধবার রীতিমতো সরগরম হয়ে উঠেছিল বিধানসভা চত্বর। এই কর্মসূচিতে তৃণমূল বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন। তখন জাতীয় সঙ্গীতের অবমাননা বিজেপি বিধায়করা করেছেন বলে অভিযোগ তুলেছে তৃণমূল। এ নিয়ে স্পিকারকে একটি চিঠিও দিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। যা স্পিকার গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, “তৃণমূল পরিষদীয় দলের তরফে আমার কাছে অভিযোগ জানানো হয়েছে। বিনা অনুমতিতে প্ররোচনা মূলক সভা এবং জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে। সেই অভিযোগ আমি গ্রহণ করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ ওঠার পরই বিধানসভায় আসেন ডিসি সেন্ট্রাল দীনেশ কুমার। তিনি এসে দেখা করেছেন স্পিকারের সঙ্গে। তৃণমূলের পরিষদীয় দলের এক নেতা বলেছেন, “স্পিকার আমাদের অভিযোগ পুলিশকে জানিয়েছেন।” এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার।

তবে তৃণমূলের তোলা জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই ঘটনার সময় বিধানসভায় উপস্থিত ছিলেন তিনি। এ বিষয়ে শঙ্কর ঘোষ বলেছেন, “ওরা তো জাতীয় সঙ্গীত ঠিক করে গাইতে পারে না। সেই অভিজ্ঞতা মানুষের আছে। আজও হয়তো সেই কারণে নীচু স্বরে গাইছিল। আর যেখানে গাওয়া হচ্ছিল, সেখান থেকে কোনও সুর বা স্বর আমাদের অবস্থানে এসে পৌঁছায়নি। শুধুমাত্র রাজনীতির করার জন্য এই ধরনের অভিযোগ করছে তৃণমূল। বিজেপি একটা রাষ্ট্রবাদী দল। তারা জাতীয় সঙ্গীতের মর্যাদা রাখার জন্য যা যা করার সবসময় তা করে থাকে। আমাদের বিরুদ্ধে অভিযোগ রাজনীতির করার জন্য হয়েছে। ভুল জাতীয় সঙ্গীত গেয়ে মুম্বইয়ে মামলার মুখোমুখি হতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে।”