TMC Candidate List For Bye election: ভোট ময়দানে হাজি নরুলের ছেলে! আর কে কে তৃণমূলের প্রার্থী হলেন? জানুন

Oct 20, 2024 | 5:45 PM

West Bengal Bye election: বস্তুত, হাড়োয়া থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের মেজো ছেলে। জেলা পরিষদের সদস্য হয়েছিলেন। তবে ২০২৪ শুরুতে পদত্যাগ করেন। অপরদিকে মেদিনীপুরের সুজয় হাজরা হলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি।

TMC Candidate List For Bye election: ভোট ময়দানে হাজি নরুলের ছেলে! আর কে কে তৃণমূলের প্রার্থী হলেন? জানুন
একদম বাঁদিকে সিতাইয়ের তৃণমূল সঙ্গীতা রায়, মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, তারপর মেদিনীপুরের প্রার্থী জয় প্রকাশ তোপ্পো, নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে, হাড়োয়া তৃণমূল প্রার্থী এসকে রবিউল ইসলাম, সব শেষে অর্থাৎ ডানদিকে তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

প্রদীপ্তকান্তি ঘোষ ও সৌরভ গুহর রিপোর্ট

কলকাতা: আগামী ১৩ই নভেম্বর উপভোট রয়েছে ছ’টি বিধানসভা আসনে। সেই নিয়ে তোড়জোড় চলছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই হবে নির্বাচন। শনিবারই ওই ছয় আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। ঠিক একদিন পর অর্থাৎ রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল।

এক নজরে প্রার্থী তালিকা

সিতাই-সঙ্গীতা রায় (তৃণমূল), দীপক কুমার রায় (বিজেপি)

মাদারিহাট- জয়প্রকাশ তোপ্পো (তৃণমূল) ,রাহুল লোহার (বিজেপি)

নৈহাটি-সনৎ দে (তৃণমূল), রূপক মিত্র (বিজেপি)

হাড়োয়া-এস.কে রবিউল ইসলাম (তৃণমূল), বিমল দাস (বিজেপি)

মেদিনীপুর-সুজয় হাজরা (তৃণমূল), শুভজিৎ রায় (বিজেপি)

তালডাংরা- ফাল্গুনী সিংহবাবু (তৃণমূল), অনন্যা রায় চক্রবর্তী (বিজেপি)

বস্তুত, হাড়োয়া থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের মেজো ছেলে। জেলা পরিষদের সদস্য হয়েছিলেন। তবে ২০২৪ শুরুতে পদত্যাগ করেন। অপরদিকে মেদিনীপুরের সুজয় হাজরা হলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি। একসময় এই সুজয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। তালডাঙরার তৃণমূল প্রার্থী পেশায় শিক্ষক।পাশাপাশি দলের ব্লক সভাপতিও।

Next Article