100 days work: ফোন গিয়েছিল দিলীপ-অগ্নিমিত্রার কাছেও! কল রেকর্ড প্রকাশ করে দাবি তৃণমূলের
100 days work: দুই কল রেকর্ড প্রকাশ করে তৃণমূলের দাবি, সুকান্ত মজুমদার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা আসলে ফাঁকা আওয়াজ।
কলকাতা: একজন ‘সাধারণ লোক’ফোন করে বলেছেন, ওরা জব কার্ডের টাকার সর্বনাশ করেছে, একদম টাকা দেবেন না। একটি কল রেকর্ড প্রকাশ করে সম্প্রতি এমনই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এবার কল রেকর্ড প্রকাশ করল তৃণমূল। সুকান্ত নয়, সেই কল রেকর্ডে শোনা যাচ্ছে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ও বিধায়ক অগ্নিমিত্রা পলের গলা। তাঁদেরকে ফোন করে ১০০ দিনের টাকা চাওয়া হচ্ছে, এমনটাই দাবি তৃণমূল। এক্স হ্যান্ডেলে সেই রেকর্ড প্রকাশ করে তৃণমূল দাবি করেছে, সুকান্ত মজুমদার বকেয়া টাকার হিসেব চাইলেও অন্যান্য বিজেপিরা আলাদা কথা বলছেন।
একটি রেকর্ডে শোনা যাচ্ছে, দিলীপ ঘোষকে কেউ ফোন করে বলছেন, আপনারা বলেছিলেন ফোন করলে সাহায্য পাওয়া যাবে তাই করছি। ওপার থেকে দিলীপ ঘোষের সহকারী বলে দাবি করা এক ব্যক্তি বলছেন, ‘না দিলীপ ঘোষ তা বলেননি।’ এপার থেকে মহিলা কন্ঠে দাবি করা হয়, দিলীপ ঘোষ বলেননি তো কি, সুকান্ত বাবু বলেছেন। এরপরই ফোনের ওপার থেকে বলা হয়, লিস্ট টা পাঠিয়ে দিন। যিনি সাহায্য করার কথা বলেননি, তাঁকে লিস্ট পাঠিয়ে কী হবে, এই প্রশ্নও করেন মহিলা। তবে সদুত্তর মেলেনি খুব একটা।
.@DrSukantaBJP‘s empty assurance that people can call @BJP4Bengal leaders to release their withheld funds is a disgraceful hoax, and we have proof.
A recorded call to the National Vice President, @DilipGhoshBJP, reveals the truth.
The people of Bengal won’t be fooled by false… pic.twitter.com/EL5tTEUF0c
— All India Trinamool Congress (@AITCofficial) October 8, 2023
অন্য একটি রেকর্ডিং-এ শোনা যায়, এক মহিলা ফোন করেছেন অগ্নিমিত্রা পলকে। ওপার থেকে অগ্নিমিত্রার কন্ঠস্বর। দাবি সেই একই। অগ্নিমিত্রা জানান, লিস্ট তাঁকে পাঠিয়ে লাভ নেই, পাঠাতে হবে রাজ্য সরকারকে। এরপর কার্যত বাকবিতণ্ডাও চলে। দিল্লিতে যাওয়ার পর কেন কেন্দ্রীয় মন্ত্রী দেখা করলেন না, তা নিয়ে যুক্তি-পাল্টা যুক্তিও শোনা যায়। দুটি অডিয়ো-র সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।
.@DrSukantaBJP‘s empty promise that people can call @BJP4Bengal leaders for help with their withheld funds crumbled when we reached out to their MLA @PaulAgnimitra.
Instead of providing solutions, she resorted to the same old blame game, even questioning why more than 4 or 5… pic.twitter.com/wcggRgrAoK
— All India Trinamool Congress (@AITCofficial) October 8, 2023
এই দুই কল রেকর্ড প্রকাশ করে তৃণমূলের দাবি, সুকান্ত মজুমদার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা আসলে ফাঁকা আওয়াজ। তবে রবিবারই সুকান্ত মজুমদার দাবি করেছেন, তাঁকে ফোন করে অনেকেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলেছেন, যা তিনি প্রকাশ্যে আনতে চান না।