কলকাতা: নন্দীগ্রামে (Nandigram) দ্বিতীয় দফা ভোটের আগে বিজেপির (BJP) বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হলেন তৃণমূল (TMC) নেতারা। শাসকদলের দাবি, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে ভোট করাতে ইতিমধ্যেই নন্দীগ্রামের একাধিক হোটেলে আশ্রয় নিয়ে সমাজবিরোধীরা। এর দ্বারা নির্বাচন বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কমিশনের দফতরে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও শশী পাঁজা। প্রায় ঘণ্টাখানেক পর বেরিয়ে আসনে তাঁরা।
সাড়ে চারটে নাগাদ কমিশনের দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত বলেন, “আমরা লক্ষ্য করছি শুভেন্দু অধিকারীর সমর্থনে অনেক পরিচিত সমাজবিরোধী যারা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন লজে, হোটেলে, স্কুলে আশ্রয় নিয়েছে। এর ফলে এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে, সাধারণ মানুষও ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছেন।” এর জেরে একাধিক এলাকাতে শান্তিপূর্ণ নির্বাচন বিঘ্নিত হবে বলেও দাবি করেছে তৃণমূল।
এই নিয়ে বিজেপি রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের পালটা তোপ, “হতাশা এবং ভয় তৃণমূলকে গ্রাস করেছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আবেগের বশে দাঁড়িয়ে পড়লেন, এখন গোটা নন্দীগ্রাম ওনাকে বহিরাগত হিসেবে দেখছে। আর লড়াইটা ভূমিপুত্র। তাই তৃণমূল এখন দড়িতে সাপ দেখছেন। গত ১০ বছর ধরে তৃণমূল যে কাণ্ডকারখানা করেছে, এখন তাতেই ভয় পাচ্ছে।”
আরও পড়ুন: ঝলসে গিয়েছে মুখ, ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে বিজেপি কর্মীর দেহ
তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে জয়প্রকাশ আরও বলেন, “এটা সর্বৈব মিথ্যা অভিযোগ। এইভাবে ভোট করানোর বা জেতার কোনও ইচ্ছে আমাদের নেই। বিজেপি শান্তিপ্রিয় দল। বিজেপি কখনই অশান্তি বা সন্ত্রাস করে ক্ষমতা দখল করে না। তৃণমূল যেটা করে থাকে, সেটাতেই তারা ভয় পাচ্ছে।”