Saugata Roy : সতর্ক করেও ‘কাজ হয়নি’, সৌগতকে ডাকতে পারে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Apr 19, 2022 | 4:16 PM

Saugata Roy : মাস দুয়েক আগে পৌরভোটে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ওঠে। আক্রান্ত হন সংবাদমাধ্যমের কর্মীরাও। সেইসময় সৌগত বলেছিলেন, "যা হচ্ছে তা ভাল নয়। মানুষ আর বিশ্বাস করবে না।"

Follow Us

কলকাতা : এবার সৌগত রায়কে তলব করতে চলেছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি । বার বার সতর্ক করার পরও মুখ খুলছেন বর্ষীয়ান সাংসদ । সতর্ক করেও লাভ হয়নি বলে তৃণমূল সূত্রে খবর । তাই এবার সৌগত রায়কে ডাকতে চলেছে দলের শৃঙ্খলারক্ষা কমিটি।

গত কয়েকদিনে একাধিক ধর্ষণের অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই অবস্থায় নদিয়ার হাঁসখালিতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, না কি লভ অ্যাফেয়ার বলবেন।” ঘটনার পাঁচদিন পর কেন পরিবার অভিযোগ দায়ের করল, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী। সেইসময় সৌগত রায় মন্তব্য করেন, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটা ধর্ষণের ঘটনাও লজ্জার। সৌগত রায়ের এই মন্তব্যকে যে দল ভালভাবে নেয়নি, তখনই বোঝা গিয়েছিল। দলের নেতারা বলেন, মহিলা মুখ্যমন্ত্রী বলে নয়, যেকোনও ধর্ষণের ঘটনাই কাম্য নয়।

গতকাল আবার লেক গার্ডেন্সে প্রবীণ এই সাংসদের বাড়ির পাশে একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে সিন্ডিকেটের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন তিনি। হইচই শুনে নীচে নেমে আসেন। পরে এই নিয়ে বলেন, “রেল কলোনির আন্দোলন কিংবা নকশাল আমলেও এমন ঘটনা ঘটেনি।” তৃণমূল সূত্রে খবর, তাঁর এই বক্তব্য ভালভাবে নেয়নি শীর্ষ নেতৃত্বে।

এর আগেও একাধিক ইস্যুতে বিভিন্ন সময় মুখ খোলেন সৌগত রায়। মাস দুয়েক আগে পৌরভোটে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ওঠে। আক্রান্ত হন সংবাদমাধ্যমের কর্মীরাও। সেইসময় সৌগত বলেছিলেন, “যা হচ্ছে তা ভাল নয়। মানুষ আর বিশ্বাস করবে না।”

তৃণমূল সূত্রে খবর, বিতর্কিত মন্তব্য নিয়ে সৌগতবাবুকে একাধিকবার সতর্ক করা হয়েছে। তারপরও তিনি মুখ খুলে চলেছেন। তাই, তাঁকে ডাকতে চলেছে শৃঙ্খলারক্ষা কমিটি। তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না, সেটাই দেখার।

আরও পড়ুন : Exclusive Saugata Roy: ‘রাষ্ট্রপুঞ্জে যখন আমাদের লোকেরা গিয়েছে আমাকে কেউ পাঠায়নি’, তবে কি ‘অভিমানী’ সৌগত?

কলকাতা : এবার সৌগত রায়কে তলব করতে চলেছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি । বার বার সতর্ক করার পরও মুখ খুলছেন বর্ষীয়ান সাংসদ । সতর্ক করেও লাভ হয়নি বলে তৃণমূল সূত্রে খবর । তাই এবার সৌগত রায়কে ডাকতে চলেছে দলের শৃঙ্খলারক্ষা কমিটি।

গত কয়েকদিনে একাধিক ধর্ষণের অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই অবস্থায় নদিয়ার হাঁসখালিতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, না কি লভ অ্যাফেয়ার বলবেন।” ঘটনার পাঁচদিন পর কেন পরিবার অভিযোগ দায়ের করল, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী। সেইসময় সৌগত রায় মন্তব্য করেন, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটা ধর্ষণের ঘটনাও লজ্জার। সৌগত রায়ের এই মন্তব্যকে যে দল ভালভাবে নেয়নি, তখনই বোঝা গিয়েছিল। দলের নেতারা বলেন, মহিলা মুখ্যমন্ত্রী বলে নয়, যেকোনও ধর্ষণের ঘটনাই কাম্য নয়।

গতকাল আবার লেক গার্ডেন্সে প্রবীণ এই সাংসদের বাড়ির পাশে একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে সিন্ডিকেটের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন তিনি। হইচই শুনে নীচে নেমে আসেন। পরে এই নিয়ে বলেন, “রেল কলোনির আন্দোলন কিংবা নকশাল আমলেও এমন ঘটনা ঘটেনি।” তৃণমূল সূত্রে খবর, তাঁর এই বক্তব্য ভালভাবে নেয়নি শীর্ষ নেতৃত্বে।

এর আগেও একাধিক ইস্যুতে বিভিন্ন সময় মুখ খোলেন সৌগত রায়। মাস দুয়েক আগে পৌরভোটে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ওঠে। আক্রান্ত হন সংবাদমাধ্যমের কর্মীরাও। সেইসময় সৌগত বলেছিলেন, “যা হচ্ছে তা ভাল নয়। মানুষ আর বিশ্বাস করবে না।”

তৃণমূল সূত্রে খবর, বিতর্কিত মন্তব্য নিয়ে সৌগতবাবুকে একাধিকবার সতর্ক করা হয়েছে। তারপরও তিনি মুখ খুলে চলেছেন। তাই, তাঁকে ডাকতে চলেছে শৃঙ্খলারক্ষা কমিটি। তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না, সেটাই দেখার।

আরও পড়ুন : Exclusive Saugata Roy: ‘রাষ্ট্রপুঞ্জে যখন আমাদের লোকেরা গিয়েছে আমাকে কেউ পাঠায়নি’, তবে কি ‘অভিমানী’ সৌগত?

Next Article