Firhad Hakim: সুজনবাবু আমরা হাতে চুড়ি পরে বসে থাকব না : ফিরহাদ
Firhad Hakim: সইফুদ্দিন লস্করের খুনের প্রতিবাদ সভায় এসে ফিরহাদ হাকিম বলেন, "সিপিএম এখন আসছে রাজনীতি করতে। দু' একটা বাড়ি কোথায় ভাঙা হয়েছে, কোনও প্রমাণ নেই, নিজেরাই বাড়ি ভাঙল- সেই নিয়ে কমরেডদের কত ব্যথা। ছেলেটার প্রাণ চলে গেল, কোনও ক্ষতি হল না?"

জয়নগর: জয়নগরে নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করলেন ফিরহাদ হাকিম। রবিবার সেখানে যান তিনি। নিহতের বাড়ির কাছেই একটি মাঠে জনসভাও করেন। আর সেখান থেকেই বেলাগাম কথা শোনা যায় ফিরহাদের মুখে। বিজেপির পাশাপাশি তেড়ে আক্রমণ করেন সিপিএমকেও। তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের প্রতিবাদ সভায় এসে ফিরহাদ হাকিম বলেন, “সিপিএম এখন আসছে রাজনীতি করতে। দু’ একটা বাড়ি কোথায় ভাঙা হয়েছে, কোনও প্রমাণ নেই, নিজেরাই বাড়ি ভাঙল- সেই নিয়ে কমরেডদের কত ব্যথা। ছেলেটার প্রাণ চলে গেল, কোনও ক্ষতি হল না?”
ফিরহাদ হাকিমের নিশানায় এদিন প্রথম থেকেই ছিলেন সুজন চক্রবর্তী। সিপিএম নেতার নাম করে ফিরহাদকে সভা থেকে বলতে শোনা যায়, “সুজনবাবু আমরা কি গরু ছাগলের বাচ্চা? সইফুদ্দিনের মতো প্রাণ শেষ করে দেবে আমরা হাতে চুড়ি পড়ে বসে থাকব না। কঠোরতম শাস্তি চাই। আপনারা মমতা বন্দোপাধ্যায়ের উপর ভরসা রাখুন।” একইসঙ্গে ফিরহাদ দাবি করেন, সিপিএম মানেই বিজেপি।
এ প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, “ববি হাকিম ১৪ দিন পর জয়নগরে গিয়েছেন। মাঝে আর সময় পাননি। উনি বলেছেন প্রকৃত অপরাধীদের শাস্তি চান। ঠিকই তো প্রকৃত অপরাধীদেরই তো শাস্তি হওয়া উচিত। অপরাধীদের আড়াল করে অন্য়ের ঘাড়ে ফেলে দেওয়ার যে খেলা চলছে, এটা বন্ধ করতে হবে। উনি বলছেন ইনসাফ চান। ইনসাফের দাবিতেই তো রাজ্যজুড়ে যুবকেরা পথে।” অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “দেখবেন আজ রাতেই ফোন যাবে দিল্লিতে। যারা বেশি হুঙ্কার ছাড়ছেন, তাঁরাই গভীর রাতে ফোন করছেন।” অর্থাৎ ঘুরিয়ে বিজেপির সঙ্গে ফিরহাদ হাকিমের যোগাযোগের তত্ত্ব সামনে আনলেন বিজেপির মুখপাত্র।
