পাশে থাকার মূল্য ‘সম্পত্তিদান’? ‘ছিঃ ছিঃ’ কুণালের, জানালেন ‘আসল বন্ধুরা’ কেমন হয়…

ঋদ্ধীশ দত্ত |

Jun 16, 2021 | 9:09 PM

তবে কি শোভন-বৈশাখীর বন্ধুত্ব নিঃস্বার্থ ছিল না? এর নেপথ্যে কি সম্পত্তির স্বার্থ জড়িয়ে ছিল? টুইটে এমনই মারাত্মক প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ।

পাশে থাকার মূল্য সম্পত্তিদান? ছিঃ ছিঃ কুণালের, জানালেন আসল বন্ধুরা কেমন হয়...
ফাইল ছবি

Follow Us

কলকাতা: বাংলার রাজনীতিতে তাঁরা সর্বদাই হটকেট। কিন্তু, বুধবার সকাল থেকে রাজ্য রাজনীতির প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছেন শোভন-বৈশাখী। কারণ, মধ্যরাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, ‘আমি’ থেকে তাঁরা ‘আমরা’ হতে চলেছেন। এরপর জানা যায়, শোভন চট্টোপাধ্যায় তাঁর নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তি তাঁর বান্ধবী বৈশাখীর নামে লিখে দিয়েছেন। পাওয়ার অব অ্যাটর্নিও রয়েছে বৈশাখীর কাছেই। এই যুগলের সম্পর্কের কচকচি নিয়ে তৃণমূল বা বিজেপি নেতারা অবশ্য টিপ্পনি থেকে বিরত থেকেছেন। কিন্তু, চুপ থাকেননি তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। প্রথমে তিনি শোভনকে ‘গ্ল্যাক্সোবেবি’ বলে খোঁচা দিয়েছিলেন। এ বার আরও এক টুইট বাণে বিদ্ধ করলেন।

বুধবার সন্ধ্যায় একটি বিস্ফোরক টুইটে কুণাল জানতে চেয়েছেন, বৈশাখী এতদিন পাশে থাকার কারণে এ বার ‘সম্পত্তিদান’ করে কি বন্ধুত্বের ‘বিনিময়মূল্য’ দিচ্ছেন শোভন? তবে কি শোভন-বৈশাখীর বন্ধুত্ব নিঃস্বার্থ ছিল না? এর নেপথ্যে কি সম্পত্তির স্বার্থ জড়িয়ে ছিল? টুইটে এমনই মারাত্মক প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ। গোটা বিষয়টি নিয়ে ‘ছিঃ ছিঃ’ করেছেন তিনি।

কুণাল লেখেন, “পাশে থাকার জন্য সম্পত্তিদান? বন্ধুত্বের বিনিময়মূল্য? ছি ছি। আমার জীবনের কঠিনতম দিনে যারা পাশে ছিল, তাদের তো কিছু দিলেও নেবে না। এর নাম বন্ধুত্ব, ভালবাসা। নিঃস্বার্থে আগলে রাখা। সমাজে আসল বন্ধুদের ছোট করার কোনও অধিকার এই দুই বিকৃতমস্তিষ্কের নেই।”

আরও পড়ুন: ‘জামাইষষ্ঠীতে হাফ জামাই সেজে সম্পত্তি ত্যাগ করছে…’, ‘নিরীহ’ টু্ইট কুণালের

এর আগে বুধবার দুপুরে একটি টুইটে কুণাল লিখেছিলেন, “গ্ল্যাক্সোবেবি কি নিজের পদবি ছেড়ে বন্দ্যোপাধ্যায় পদবি নিল নাকি? জামাইষষ্ঠীর দিন ডামি-জামাইয়ের এমন পদবিত্যাগ ও ফুলটুসিকে সম্পত্তিদান সার্কাসের এক অপূর্ব ইভেন্ট।” বুধবার বাঙালিরা জামাই ষষ্ঠীতে মেতে উঠেছেন। তার মধ্যেই শোভন-বৈশাখীর সোশ্যাল মিডিয়ার এই সব পোস্ট নিয়ে কুণাল ঘোষের বক্তব্য, ‘বেশ আমোদ লাগল।’ তাঁর দাবি, তিনি নিছকই একটি ‘নিরীহ’ টুইট করেছেন। এতে তাঁর কারও সম্পর্কে মন্তব্য করার কোনও উদ্দেশ্য নেই। TV9 বাংলাকে কুণাল ঘোষ বলে, “রাজ্যে যখন জামাইষষ্ঠী চলছে, তখন কেউ হাফ জামাই সেজে পদবী ত্যাগ করছেন, কেউ সম্পত্তি ত্যাগ করছেন।”

আরও পড়ুন: সাত দিনের মধ্যে ছাড়তে হবে গোলাপার্কের ফ্ল্যাট, শোভনকে নোটিস দিলেন রত্নার ভাই

Next Article