কলকাতা: ভোটের বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত বাক্য বিনিময় চলেছে কুণাল ঘোষ ও মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মধ্যে। এমনকী, কুণালকে ‘পচা কল্যাণ’ বলতেও শোনা যায়। তার আবার তীব্র বিরোধিতা করেন বিজেপি প্রার্থী। আজ মানিকতলা কেন্দ্রে তৃণমূল জিততেই কল্যাণের উদ্দেশ্যে এক হাঁড়ি মিষ্টি পাঠালেন কুণাল। শুধু তাই নয়, বিজেপি প্রার্থীর একটি ছবিও শেয়ার করলেন নিজের সোশ্যাল মিডিয়ায়। লিখলেন ‘পিকচার অফ দ্য ডে’
প্রসঙ্গত, এর আগে এই কেন্দ্রে কল্যাণ লড়াই করেছিলেন প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের বিরুদ্ধে। ২০২১-এর নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি। সাধন পেয়েছিলেন ৬৫ হাজার ৫৭৭ ভোট। কল্যাণ পেয়েছিলেন ৪৭ হাজার ৩৩৯ ভোট। এইবার উপভোটে বিজেপি প্রার্থীকে হারালেন সাধন-জায়া সুপ্তি। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ২০ হাজার ৭৪৫। সেখানে তৃণমূলের সুপ্তি পেয়েছেন ৮২ হাজার ৮৬১ ভোট। যদিও, বারবার কল্যাণ বলেছেন, “মানিকতলায় ভোট হয়নি, শুধুই ছাপ্পা হয়েছে। একটি বুথে ৬৭৯ টা ভোট পড়েছে, তার মধ্যে ৩টি মাত্র পেয়েছে বিজেপি। ৯৫ শতাংশ লুঠ হয়েছে।” যদিও, কল্যাণ চৌবের সেই অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন,”মিডিয়ার সামনে নাটক করছেন। আপনাকে মানুষ চায় না। আপনি হেরে গিয়েছেন। হারের হ্যাটট্রিক করেছেন।”
এরপর এ দিন জয়লাভের পর আবির খেলায় মেতে ওঠেন কুণাল। তারপরই তিনি জানান কল্যাণ চৌবের বাড়িতে পাঠানো হবে ৬৩টি মিষ্টির হাঁড়ি। কার্যত ব্যাঙ্গাত্মক সুরে তৃণমূল নেতা বলেন, “সবাই মিলে আনন্দ করাই ভাল।”