TMC: ‘আমাদের নেতা’, অভিষেককে এভাবেই সম্বোধন করলেন বক্সী

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 15, 2025 | 9:58 PM

TMC: আজ অভিষেক ভূতুড়ে ভোটার ইস্যুতে কমিটি তৈরি করেছেন। কমিটি গঠনের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি।শনিবার অভিষেকের এই ভার্চুয়ালি বৈঠকে প্রায় ৪ হাজার তৃণমূল নেতা যোগ দেন বলে জানা গিয়েছে।

TMC: আমাদের নেতা, অভিষেককে এভাবেই সম্বোধন করলেন বক্সী
ভার্চুয়াল বৈঠকে সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যে তাঁর গুরুত্ব সে কথা আজ কার্যত স্পষ্ট করলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। শনিবার ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী। এ দিনের বৈঠক থেকে তাঁকে অভিষেককে ‘আমাদের নেতা’ বলে বলতে শোনা যায়।

সম্প্রতি, দলের অন্দলে নবীন প্রবীণ বিতর্ক জিগিড় দিয়ে উঠেছিল। তবে দলীয় নেতারা প্রকাশ্যে সে বিষয়ে মুখ খোলেননি। সেই সময় রাজনীতির কারবারীদের একাংশের বক্তব্য ছিল, তবে কি তৃণমূলের অন্দরে মাথা চাড়া দিচ্ছে পুরোনো-নতুনদের কোন্দল? এই নিয়ে ঘুরিয়ে শাসকদলের তাবড় নেতারাও মন্তব্য় করেছিলেন। এক সময় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, “দল আমি আর বক্সীদা দেখব।” অর্থাৎ সুপ্রিমো বুঝিয়ে দিয়েছিলেন তিনিই সব। কিন্তু আজকের বৈঠক সেই সব জল্পনায় জল ঢেলে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলে সুপ্রিমোর পর যে অভিষেকে গুরুত্ব কতটা তা খোদ রাজ্য সভাপতি বুঝিয়ে দিয়েছেন এ দিন। অভিষেককে ‘আমাদের নেতা’ বলে সম্বোধন করতে শোনা যায়।

আজ অভিষেক ভূতুড়ে ভোটার ইস্যুতে কমিটি তৈরি করেছেন। কমিটি গঠনের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি।শনিবার অভিষেকের এই ভার্চুয়ালি বৈঠকে প্রায় ৪ হাজার তৃণমূল নেতা যোগ দেন বলে জানা গিয়েছে। সেই বৈঠকেই অভিষেক নির্দেশ দেন, জেলাভিত্তিক কমিটি গড়তে হবে পাঁচ দিনের মধ্যে। আর ২১ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক। ব্লক কমিটির সভাপতিকে স্ক্রুটিনির দায়িত্ব নিতে হবে না। ভূতুড়ে ভোটার খুঁজতে তৃণমূলের ব্লক স্তরে ‘ব্লক ইলেক্টোরাল রোল সুপার ভাইজার’ নামে পদও তৈরি করছে তৃণমূল।

Next Article