Humayun o Lagnajita: লগ্নজিতার ঘটনায় ‘খুনের চেষ্টার মামলা বাড়াবাড়ি’! যুক্তি খুঁজছেন তৃণমূল বিধায়ক

Humayun o Lagnajita: গত ২০ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের একটি অনুষ্ঠানে স্টেজ শো করতে গিয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী। সেখানেই ঘটে ঘটনাটি। এক ব্যক্তি লগ্নজিতাকে ‘সেকুলার গান’ গাওয়ার দাবিতে প্রায় মারতে আসেন বলে অভিযোগ শিল্পীর। কড়া পদক্ষেপ করে পুলিশও।

Humayun o Lagnajita: লগ্নজিতার ঘটনায় খুনের চেষ্টার মামলা বাড়াবাড়ি! যুক্তি খুঁজছেন তৃণমূল বিধায়ক
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 23, 2025 | 11:28 AM

কলকাতা: একটা গানের জন্য একজন শিল্পীর সঙ্গে যে ব্যববহার করা হয়েছে, তাতে নিন্দা জানিয়েছে সব মহল। চুপ থাকেনি শাসক দল তৃণমূলও। ঘটনার পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘লগ্নজিতা কোনও ভুল করেনি।’ অভিযুক্তের সঙ্গে যে তৃণমূলের কোনও যোগ নেই, সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে দলের তরফ থেকে। সেই আবহেই লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর।

প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর মনে করছেন লগ্নজিতা চক্রবর্তীকে মঞ্চে উঠে মারতে যাওয়ার ঘটনায় খুনের চেষ্টার অভিযোগটা ‘বাড়াবাড়ি’। গত ২০ ডিসেম্বর ঘটনাটি ঘটে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় স্টেজ শো করতে গিয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী। ‘দেবী চৌধুরাণী’ ছবির ‘জাগো মা’ গানটি মঞ্চে উঠে গাইতে শুরু করলেই হঠাৎ মঞ্চে উঠে যান এক ব্যক্তি। শিল্পীর অভিযোগ, ওই ব্যক্তি হঠাৎ দৌড়ে মঞ্চে উঠে যান। লগ্নজিতা বলেন, ‘উনি আমায় মারতে উঠেছিলেন বলেন’। আর যখন ওই ব্যক্তিকে স্টেজ থেকে নামানো হচ্ছে, তখন তিনি চীৎকার করে বলতে থাকেন, ‘অনেক জাগো মা হয়েছে, একটা সেকুলার গান গা।’

এরপরই ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন লগ্নজিতা। অভিযোগের ভিত্তিতে মেহবুব মল্লিক নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এরপর ডেবরার বিধায়ক সোশ্যাল মিডিয়া লিখেছেন, “খুনের চেষ্টার মামলা। এটা বাড়াবাড়ি এবং অযৌক্তিক। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বাড়াবাড়ি ঘিরেই হয়। বন্ধুরা কী বলেন?” প্রাক্তন আইপিএসের বক্তব্যে স্পষ্ট যে লগ্নজিতার খুনের চেষ্টার অভিযোগের পিছনে তিনি কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না।

প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “যে ধারায় মামলা হয়েছে, সেটা ঠিক এবং যথেষ্ট যুক্তিযুক্ত।” যেভাবে পুলিশ পদক্ষেপ করা হয়েছে, ওসি-র বিরুদ্ধে যে তদন্ত শুরু হয়েছে, সেটা ঠিক বলেই মনে করছেন তিনি। এটা একটা বার্তা বলেও উল্লেখ করেন তিনি। তবে প্রাক্তন সহকর্মী হুমায়ুন কবীর সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি তিনি।