Lovely Maitra: স্বামীকে সরানোর নির্দেশ আসতেই ফুঁসে উঠলেন লাভলী, বললেন…

Satyajit Mondal | Edited By: Soumya Saha

Apr 02, 2024 | 7:45 PM

Lovely Maitra: তাঁর স্বামীকে এভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেই ব্যাখ্যা করছেন লাভলী। তবে স্বামীকে যতবার সরানো হবে, তৃণমূল ততবার জিতবে... এমন গর্জনও শোনা গেল তৃণমূলের তারকা বিধায়কের গলায়। লাভলীর বক্তব্য, 'নির্বাচন কমিশন, ইডি, সিবিআই সবটাই বিজেপির অঙ্গুলিহেলনে চলে।'

Lovely Maitra: স্বামীকে সরানোর নির্দেশ আসতেই ফুঁসে উঠলেন লাভলী, বললেন...
লাভলী মৈত্র
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: লোকসভা নির্বাচনের মুখে তৃণমূলের তারকা বিধায়ক লাভলী মৈত্রর স্বামী আইপিএস সৌম্য রায়কে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই একেবারে আগ্রাসী মেজাজে ধরা দিলেন তৃণমূল বিধায়ক। তাঁর স্বামীকে এভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেই ব্যাখ্যা করছেন লাভলী। তবে স্বামীকে যতবার সরানো হবে, তৃণমূল ততবার জিতবে… এমন গর্জনও শোনা গেল তৃণমূলের তারকা বিধায়কের গলায়। লাভলীর বক্তব্য, ‘নির্বাচন কমিশন, ইডি, সিবিআই সবটাই বিজেপির অঙ্গুলিহেলনে চলে। আগে বিধানসভা নির্বাচনের সময়েও সরিয়েছে (স্বামীকে)। এখন আবার লোকসভা নির্বাচনে সরাল। যতবার সরাবে, আমরা ততবার জিতব।

উল্লেখ্য, মঙ্গলবারই নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে ডিসিপি সাউথ-ওয়েস্ট আইপিএস সৌম্য রায়কে বদলির জন্য। নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই, এমন কোনও পদে তাঁকে দায়িত্বে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের থেকে এই নির্দেশ আসার পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রশ্ন, ‘কেউ বিধায়ক হলে তাঁর স্বামী অফিসার থাকতে পারবেন না? এটা কোনও খাতায় লেখা আছে?’

মুখ্যমন্ত্রীর এই বার্তার পর এবার কমিশনের ভূমিকার সমালোচনা করে গর্জে উঠলেন সোনারপুর দক্ষিণের তারকা বিধায়ক। গোটা বিষয়টি পূর্ব পরিকল্পিত বলেই মন্তব্য করছেন তিনি। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়েও লাভলীর স্বামী সৌম্য রায়কে সরানো হয়েছিল। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে লাভলী বুঝিয়ে দিতে চেয়েছেন, স্বামীর বদলি হয়ে গেলেও ভোট ময়দানে তৃণমূলের রেজাল্টে কোনও প্রভাব ফেলা যাবে না।

Next Article