Manik Bhattacharya: জেলবন্দি থাকাকালীন মেডিক্যাল বিলে ‘ভুল’ দেখছেন না মানিক, কী বলছে বিধানসভার সচিবালয়?

Manik Bhattacharya: নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি ছিলেন নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। সেসময়ের মেডিক্যাল বিল বিধানসভায় জমা দিয়েছিলেন মানিক। প্রশ্ন উঠেছিল যে জেলে থাকাকালীন স্বাস্থ্য বিষয়ক বিল তো সরকার দিয়ে থাকে। তাহলে এই বিল কেন?

Manik Bhattacharya: জেলবন্দি থাকাকালীন মেডিক্যাল বিলে 'ভুল' দেখছেন না মানিক, কী বলছে বিধানসভার সচিবালয়?
মানিক ভট্টাচার্যের মেডিক্যাল বিল নিয়ে এখনও কিছু বলেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2025 | 7:35 AM

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে থাকাকালীন চিকিৎসার বিল জমা দিয়েছিলেন তিনি। তা ঘিরে বিতর্কও বাধে। পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সেই চিকিৎসার বিল গ্রহণযোগ্য নয় বলে মত বিধানসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের। যদিও এ বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি বলে বিধানসভা সচিবালয় সূত্রে খবর। তাঁর বিল গ্রহণযোগ্য নয় বলে আধিকারিকের বক্তব্যের পরও অবশ্য মানিক বলছেন, চিকিৎসার বিল জমা দিয়ে তিনি কোনও ভুল করেননি।

চিকিৎসার বিল নিয়ে পলাশিপাড়ার বিধায়ক বলছেন, “আমি কোনও ভুল করিনি। কারণ, আমার বেশ কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছিল। সেই ওষুধগুলি সরকারিভাবে পাওয়া যায়নি। ফলে সেই ওষুধগুলির খরচের বিল জমা দিয়েছি। এবার কী হবে, সেটা বিধানসভা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।”

নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি ছিলেন নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। সেসময়ের মেডিক্যাল বিল বিধানসভায় জমা দিয়েছিলেন মানিক। প্রশ্ন উঠেছিল যে জেলে থাকাকালীন স্বাস্থ্য বিষয়ক বিল তো সরকার দিয়ে থাকে। তাহলে এই বিল কেন?

এই খবরটিও পড়ুন

জমা পড়া বিল সম্পর্কে বিধানসভার দায়িত্ব প্রাপ্ত আধিকারিক জানিয়েছেন যে এই বিল গ্রহণযোগ্য নয়। তেমনটাই বিধানসভা সচিবালয় সূত্রে খবর। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত স্পিকার নেবেন। তিনি আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্তের কথা এখনও জানাননি বলে বিধানসভা সচিবালয় সূত্রে খবর।