Abhishek Banerjee: যাঁরা বাংলাকে অনুপ্রবেশকারীদের আতুঁড়ঘর বলে অপমান করেছিল, তাঁদের উচিত কান ধরে ওঠবস করা: অভিষেক
Kolkata: মূলত, অনুপ্রবেশ-রোহিঙ্গা ইস্যুতে বরাবরই সরব বিজেপি। এসআইআর করলে দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা বিতাড়িত হবেন। তাঁরা ভারত থেকে চলে যেতে বাধ্য হবেন। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনাতে এই ছবি ধরা পড়েছে। সেখানে সীমান্তে একের পর এক বাংলাদেশিকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে শুধুমাত্র বর্ডার পেরনোর জন্য।

কলকাতা: অনুপ্রবেশকারী ভোটার নিয়ে বিজেপিকে তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বিজেপির করা দাবি খারিজ করেছে নির্বাচন কমিশনই, এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ।
তিনি বলেন, “কোনও সামারি রিভিশন বা SSR আমরা যাকে বলি সেখানে দেড় থেকে দুই শতাংশ মৃত ভোটার সব সময় বাদ যায়। বাকি ফাইনাল পিরিয়ড যেমন ‘ক্লেম অ্যান্ড অবজেকশন’ কার নাম উঠবে আর কার নাম বাদ যাবে সেই ভোটার তালিকা ১৪ ফেব্রুয়ারি বেরবে তখন বোঝা যাবে। কিন্তু বিজেপির যে গল্প এক কোটি-দেড় কোটি রোহিঙ্গা সেটা খারিজ করেছে কমিশন নিজে। আর যদি কোথাও কোনও অনুপ্রবেশকারী রোহিঙ্গা তালিকা প্রকাশ করুক। আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সীমানা রক্ষা করছেন, বর্ডার পাহারা দিচ্ছেন, তাঁর অধীনে থাকা বিএসএফ, সিআরপিএফ বর্ডারে সুরক্ষার দায়িত্বে রয়েছেন তাঁরা কী করছেন?”
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমান-বন্দরে নেমে এও বলেন, “খসড়া তালিকা বেরিয়েছে।এটা ফাইনাল নয়। এত দিন বলছিল ১ কোটি নাম বাদ যাবে। বলত বাংলা নাকি আতুঁড়ঘর। যাঁরা বাংলাকে অনুপ্রবেশকারীদের আঁতুড় ঘর বলে কালিমালিপ্ত করেছিল। বাংলাদেশিদের আতুঁড়ঘর বলে অপমান করছিল। তাঁদের উচিত ভারতের মানুষেক কাছে এসে কান ধরে উঠবোস করে ক্ষমা চাওয়া।” মূলত, অনুপ্রবেশ-রোহিঙ্গা ইস্যুতে বরাবরই সরব বিজেপি। এসআইআর করলে দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা বিতাড়িত হবেন। তাঁরা ভারত থেকে চলে যেতে বাধ্য হবেন। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনাতে এই ছবি ধরা পড়েছে। সেখানে সীমান্তে একের পর এক বাংলাদেশিকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে শুধুমাত্র বর্ডার পেরনোর জন্য। বাক্স-প্যাটরা গুছিয়ে সীমান্তে লাইন দিয়ে ছিলেন তাঁরা। অপেক্ষা করছিলেন বিএসএফ-এর অনুমতির। ইতিমধ্যেই এসআইআর-এর খসড়া তালিকা বেরিয়েছে। নাম বাদ গিয়েছে ৫৪ লক্ষের নাম বাদ গিয়েছে। এই আবহের মধ্যেই অভিষেক এমন মন্তব্য করেছেন।
