Abhishek on BJP: ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটা কী, CPM-এর থেকে ক্লাস নিয়ে আসুন’,BJP-কে শোনালেন অভিষেক

বাম আমলে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কতটা অত্যাচার হয়েছে সেই ফিরিস্তি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে বারেবারে দিয়ে থাকেন। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া থেকে শুরু করে হাত-পা সব ভেঙে দেওয়া হয়েছিল বলে আগেই বলেছেন মমতা।

Abhishek on BJP: মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটা কী, CPM-এর থেকে ক্লাস নিয়ে আসুন,BJP-কে শোনালেন অভিষেক
অভিষেক-মমতাImage Credit source: Facebook

Jan 12, 2026 | 10:03 PM

কলকাতা: দল প্রথমে। তারপর সব। এই বার্তা তৃণমূলের বড়-বড় নেতারা এই বার্তা প্রথম দিচ্ছেন না। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একবার ঠিক একই কথা বললেন। তৃণমূল হল মায়ের মতো। আর এই দল যাঁরা করেন, তাঁর যে ইডি সিবিআই-কে ভয় পান না সে কথা ফের একবার বললেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। আর এই মন্তব্য করতে গিয়ে আরও একবার সিপিএম জমানার প্রসঙ্গ টানলেন তিনি।

বাম আমলে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কতটা অত্যাচার হয়েছে সেই ফিরিস্তি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে বারেবারে দিয়ে থাকেন। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া থেকে শুরু করে হাত-পা সব ভেঙে দেওয়া হয়েছিল বলে আগেই বলেছেন মমতা। কিন্তু তারপরও সিপিএম শাসন চুরমার করে তিনি বাংলায় তৃণমূল জমানা প্রতিষ্ঠা করতে পেরেছেন। আজ অভিষেকের মুখে শোনা সেই একই কথা।

এ দিন, তাঁর তৈরি ডিজিটাল যোদ্ধা নিয়ে বৈঠক করেন তিনি। সেখান থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “দল মায়ের মতো। ইডি সিবিআই লাগিয়ে কোনও কাজ নেই।” এরপরই অভিষেকের সংযোজন, “বিজেপি নেতাদের বলব, মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটা কী, সিপিএম-এর থেকে ক্লাস নিয়ে আসুন। ৩৪ বছরের পাথর ভেঙে চূর্ণ-বিচূর্ণ করেছে। সিপিএম-এর বোম বন্দুকের কাছে মাথা নত করেনি। আপনি কোন ছাড়।” মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন লড়াইয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, “ওঁর হাত পা-কনুই হাঁটু সব ভেঙে দিয়েছে তাও মাথা নত করেননি। আপনি ভাবলেন ইডি সিবিআই দিয়ে মাথা নত করাবেন? ইডি সিবিআই যে ভাষা বোঝে মমতা সেই ভাষাতেই জবাব দিয়েছেন।”