
কলকাতা: ‘এটা একটা যুদ্ধ। হয় জিতব। নয় মরব।’ ছাব্বিশের নির্বাচন যে কোনও অংশেই যুদ্ধের থেকে কম কিছু নয়, তা আরও একবার বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। সোমবার অভিষেকের তৈরি করা ডিজিটাল যোদ্ধাদের নিয়ে একটি মিটিং ছিল। সেখান থেকে ভোটের আগে তাঁদের পাখি পড়ার মতো তৃণমূল সাংসদ পড়িয়ে দিলেন কী কী করতে হবে আর কী কী করতে হবে না। ভারতীয় সেনা (তিন বাহিনী) ঠিক যে ভাবে যুদ্ধের আগে লড়াই করে, তৃণমূল কর্মীদেরও যে ভোটে সেই ভাবে লড়াই করতে হবে, আজ অভিষেক বুঝিয়ে দিয়েছেন সেই কথাই।
এ দিন, তৃণমূল সাংসদ বারবার বলেছেন, তৃণমূল কংগ্রেস এমন কোনও কাজ করবে না যাতে কর্মীদের মাথা নত হয়। এ প্রসঙ্গে তিনি স্মরণ করিয়েছেন যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তৃণমূল কীভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বাংলার ডিজিটাল যোদ্ধাদের দায়িত্ব কী কী? তাও বুঝিয়ে দিয়েছেন অভিষেক। বলেছেন, বাংলার ঐতিহ্য রক্ষা করতে হবে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ এও বলেছেন, ভাল কাজ করলে, দল তুলে নিয়ে এসে যোগ্য জায়গায় বসাবে। ২৫০ দিন টানা কাজ করতে হবে। লড়াই চালিয়ে যেতে হবে।
অভিষেক এ দিন তিন বাহিনীর সঙ্গে কাজের তুলনা করে বলেন, “আমরা নেভি, আর যাঁরা ফেস্টুন বাঁধেন, তাঁরা আর্মি, আর আপনারা অর্থাৎ যাঁরা ডিজিটাল যোদ্ধা তাঁরা হলেন এয়ারফোর্স।” আজ অভিষেক ডিজিটাল যোদ্ধাদের স্ট্র্যাটেজি বলেছেন। তিনি বলেন, “আগামী পাঁচ দিন কীভাবে লড়াই করবেন সেটা আপনাদের বুঝতে হবে। পাঁচদিনের স্ট্র্যাটেজি ঠিক করে সেই অনুযায়ী কাজ করতে হবে। এরপর ফের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। এই ভাবে একশো দিনের কাজের মতো স্ট্র্যাটেজি তৈরি করতে হবে।” সাংসদ এ দিন বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিম তৈরি হচ্ছে। যেখানে আমাদের বিরুদ্ধে মিম তৈরি হবে, সেখানে গঠনমূলক ভাবে পাল্টা কাউন্টার করতে হবে।” ডিজিটাল যোদ্ধাদের যুক্তি দিয়ে কাজ করতে হবে সেই বার্তাই দিয়েছেন সাংসদ।