কলকাতা: আরজি কর কাণ্ডে চিকিৎসকদের আন্দোলন নিয়ে একাধিকবার মুখ খুলেছেন। চিকিৎসকদের আন্দোলনে তাঁর যে নৈতিক সমর্থন রয়েছে, সেকথাও জানিয়েছেন। চিকিৎসা পরিষেবা চালু রাখারও আবেদন জানিয়েছিলেন। এবার সরাসরি চিকিৎসকদের সঙ্গে আলাপচারিতা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় এক হাজার চিকিৎসকের সঙ্গে কথা বলবেন তিনি। আগামী ৩০ নভেম্বর আমতলার সমন্বয় প্রেক্ষাগৃহে হবে এই বৈঠক। আর এই বৈঠক আয়োজনের দায়িত্বে রয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন।
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার ঘিরে উত্তাল হয় রাজ্য। আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। পথে নামে সাধারণ মানুষও। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়ে টুইট করতে দেখা গিয়েছে অভিষেককে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য না করার জন্যও তৃণমূলের নেতা-কর্মীদেরও বার্তা দেন। তবে পরিষেবা চালু রাখার আবেদন জানিয়েছিলেন তিনি। এবার চিকিৎসক সমাজের সঙ্গে দূরত্ব মেটাতে উদ্যোগী হলেন অভিষেক। জুনিয়র, সিনিয়র, সরকারি ও বেসরকারি সব ক্ষেত্রের প্রায় এক হাজার চিকিৎসকের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন এই বৈঠকের আয়োজনের দায়িত্বে রয়েছেন। তিনিও প্রথম থেকে আরজি কর নিয়ে সরব হন। আরজি করের ঘটনার কয়েকদিন পরই মুখপাত্রের পদ থেকে তাঁকে সরানো হয়। তবে তাতে দমে যাননি রাজ্যসভার প্রাক্তন এই সাংসদ। তাঁর একাধিক মন্তব্যে অস্বস্তিতে পড়ে তৃণমূল।
এদিকে, এবছর ডায়মন্ড হারবার কাপ হচ্ছে না। তার পরিবর্তে সমস্ত টাকা খরচ করা হবে হেলথ ক্যাম্প। ডিসেম্বর মাস জুড়ে ডায়মন্ড হারবারের বুকে চলবে হেলথ ক্যাম্প। প্রতি অঞ্চলে একটি করে হেলথ ক্যাম্প হবে।