TMC On Murshidabad Issue: মুর্শিদাবাদের কোন কোন ছবিগুলো ভুয়ো? দেখাল তৃণমূল
TMC On Murshidabad Issue: তৃণমূল কংগ্রেস তারপরই সামাজিক মাধ্য়মে বিজেপি-র পেজে পোস্ট করা ছবি শেয়ার করে লেখে, "বিজেপি কেবলমাত্র এখন ভুয়ো তথ্য ছড়ানোর কারখানায় পরিণত হয়েছে, যেখানে সত্যের কোনও মূল্য নেই, আর পরিণতির কোনও ভয় নেই। তারা শুধু সাধারণ মানুষের মৃতদেহের উপর রাজনীতি করতে চায়।"

কলকাতা: অন্য রাজ্যের ছবিকে মুর্শিদাবাদের অশান্তির ছবি হিসাবে দেখানো হচ্ছে। বিজেপি-র ফেসবুক পেজের ছবি শেয়ার করে পাল্টা দাবি করল শাসকদল। তার আগেই অবশ্য রবিবার দুপুরে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে এই অভিযোগই সামনে এনেছেন।
কুণাল ঘোষ বলেন, “বিজেপি গন্ডগোলের ছবি দেখিয়ে মিথ্যা প্রচার শুরু করেছে। বিজেপি নেতারা তাঁদের সামাজিক মাধ্যমে যে ছবিগুলো পোস্ট করেছেন, সেগুলো মুর্শিদাবাদের এই ঘটনার নয়।” কুণালের দাবি, “ছবি আইডেন্টিফায়েড হয়েছে, একটা লখনউয়ের ছবি, এনআরসি-র প্রতিবাদের, বাড়িতে আগুন লাগানোর আরেকটা ছবি জলন্ধরের, কর্নাটক, উত্তরপ্রদেশের অন্য ঘটনার ছবি ছড়ানো হচ্ছে।” কুণালের অভিযোগ, বাংলায় একটা বড় গন্ডগোলের প্রেক্ষিত তৈরি করার জন্য চেষ্টা চলছে।
তৃণমূল কংগ্রেস তারপরই সামাজিক মাধ্য়মে বিজেপি-র পেজে পোস্ট করা ছবি শেয়ার করে লেখে, “বিজেপি কেবলমাত্র এখন ভুয়ো তথ্য ছড়ানোর কারখানায় পরিণত হয়েছে, যেখানে সত্যের কোনও মূল্য নেই, আর পরিণতির কোনও ভয় নেই। তারা শুধু সাধারণ মানুষের মৃতদেহের উপর রাজনীতি করতে চায়।”
সাংবাদিক বৈঠকে কুণাল আবেদন করেন, “বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না। মানুষের কাছে এটাই আবেদন।” পাশাপাশি কুণালের আরও ভয়ঙ্কর অভিযোগ, বিশেষ একটি রাজনৈতিক দল কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বাইরে থেকে হামলাকারীদের বাংলায় ঢুকিয়ে অশান্তি পাকাচ্ছে। অশান্তি পাকিয়ে আবার পাঠিয়ে দিচ্ছে। কারণ কুণালের দাবি, এখনও পর্যন্ত হামলাকারীদের কয়েকজন ধরা পড়লেও, মাস্টারমাইন্ডের খোঁজ পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, ছবি-বিতর্কে এখনও পর্যন্ত বিজেপি নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





