SIR: BLA নিয়োগে ‘থার্ড’ TMC, একদম প্রথমেই নাম বিজেপির: সূত্র কমিশন

SIR: শাসকদল তাদের প্রধান বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপিকে ঠুকতে প্রথম থেকেই এই অভিযোগ করে এসেছে, যে সব জায়গায় বিজেপির একেবারে বুথ লেভেলে এজেন্ট নেই। এসআইআর চালু হওয়ার পর দেখা গেল. BLA নিয়োগের ক্ষেত্রে খোদ শাসকদলেরই ঘাটতি রয়েছে। শাসকদলের বিবৃতি অবশ্য এই ব্যাপারে এখনও আসেনি। 

SIR: BLA নিয়োগে থার্ড TMC, একদম প্রথমেই নাম বিজেপির: সূত্র কমিশন
বিএলএ নিয়োগে তৃতীয় স্থানে তৃণমূলImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 05, 2025 | 4:02 PM

কলকাতা: বঙ্গে এসআইআর শুরু হয়ে গিয়েছে। বুথ লেভেল এজেন্ট নিয়োগে তৃতীয় স্থানে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এক নম্বরে রয়েছে বিজেপি, তৃণমূলকে ছাপিয়ে গিয়ে দ্বিতীয় স্থানে সিপিএম। চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস। সাধারণত নির্বাচনের সময়ে বিরোধী দলগুলোর অভিযোগ থাকে, বুথে তারা তাদের এজেন্ট বসাতে পারছে না। শাসকদলের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ থাকে। কিন্তু এক্ষেত্রে তৃণমূলের এজেন্ট সংখ্যা সবথেকে কম।

বিজেপি-র BLA-২ সংখ্যা ৬৩ হাজার ৯৪০। বিজেপি দিতে পেরেছে ২৪ হাজার ৮৫৮। কংগ্রেস দিতে পেরেছে ৫ হাজার ৭৯৭। সিপিএম দিতে পেরেছে ১৮ হাজার ৭০৬। তৃণমূল কংগ্রেস দিতে পেরেছে ১৩ হাজার ৫২৬ জন এজেন্ট।

এসআইআর-এর বিজ্ঞপ্তি জারির ঠিক পরের দিন যেদিন, সর্বদলীয় বৈঠক হয়, সেদিনই তৃণমূল নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছিল, BLA তালিকা তারা দেবে না। সেক্ষেত্রে তথ্য ফাঁসের ভয় পাচ্ছিলেন তাঁরা। বিজেপির তরফ থেকে শিশির বাজোরিয়া প্রতিবাদ করে বলেছিলেন, এই বক্তব্য় তো বিরোধী দলের থাকার কথা! এই বক্তব্য কি ‘পকেটমারি’ হয়ে গিয়েছে?

শাসকদল তাদের প্রধান বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপিকে ঠুকতে প্রথম থেকেই এই অভিযোগ করে এসেছে, যে সব জায়গায় বিজেপির একেবারে বুথ লেভেলে এজেন্ট নেই। এসআইআর চালু হওয়ার পর দেখা গেল. BLA নিয়োগের ক্ষেত্রে খোদ শাসকদলেরই ঘাটতি রয়েছে। শাসকদলের বিবৃতি অবশ্য এই ব্যাপারে এখনও আসেনি।

যদিও কয়েকদিন আগেই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে বিএলএ ২ দের উদ্দেশে কঠোর বার্তা দেন, তাঁরা যাতে বিএলএ- ওয়ানদের ছায়াসঙ্গী হিসাবে থাকেন। কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিএলএ নিয়োগের ক্ষেত্রে কেন শাসকদলের পরিসংখ্যান কম, সেটাই প্রশ্ন।

এই নিয়ে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি বুথে বিএলএ ২ নিযুক্ত করেছে। আমরা ফাইনাল কপি ৩ তারিখ রাতেই জমা হয়ে গিয়েছে। আমরা মনিটর করছি। “