TMC vs BJP: দিল্লিতে তৃণমূলের ‘ফাইট ফর ফাইট’, কলকাতায় পাল্টা সুর চড়াবে বিজেপি
TMC vs BJP: গেরুয়া শিবির সূত্রে খবর, শনিবার বিজেপি-র অফিসে বৈঠক করছেন বিজেপি নেতারা। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। জানা যাচ্ছে, ২ অক্টোবর কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাবে গেরুয়া শিবির। নেতৃত্ব দেবে মহিলা মোর্চা ও যুব মোর্চা।

কলকাতা: ‘একশো দিনের কাজে’ টাকার ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লিতে গিয়ে ধর্নায় বসবে তৃণমূল। এই কর্মসূচি আগেই ঘোষণা করেছিল তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে দিল্লিতে রওনার তোড়জোড় যখন চলছে, সেই সময় আবার তৃণমূলের পাল্টা কর্মসূচির ঘোষণা বিজেপি-র। দিল্লিতে যদি তৃণমূল যায়, কলকাতায় দাপিয়ে বেড়াতে চাইছে বিজেপি।
গেরুয়া শিবির সূত্রে খবর, শনিবার বিজেপি-র অফিসে বৈঠক করছেন বিজেপি নেতারা। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। জানা যাচ্ছে, ২ অক্টোবর কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাবে গেরুয়া শিবির। নেতৃত্ব দেবে মহিলা মোর্চা ও যুব মোর্চা। বিজেপি-র মূলত ইস্যু থাকবে এ রাজ্যে চাকরি কেন হচ্ছে না? নিয়োগ কেন বন্ধ? দুর্নীতিগ্রস্তদের কেন গ্রেফতার করা হচ্ছে না? ইত্যাদি-ইত্যাদি। এ দিনের অবস্থান বিক্ষোভে আমন্ত্রণ করা হবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাইরে থাকার কারণে উপস্থিত থাকতে পারবেন না।
উল্লেখ্য, একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনেকদিন ধরেই সুর চড়াচ্ছে তৃণমূল শিবির। আর এবার রাজধানীর বুকে সেই আন্দোলন ছড়িয়ে দিতে বদ্ধপরিকর এ রাজ্যের শাসকদল। একটি বিশেষ ট্রেন চালানোর ভাবনাও করেছিল তৃণমূল। কিন্তু তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। স্পেশ্যাল ট্রেন না পেলেও হাল ছাড়তে নারাজ। ৫০ ভলভো বাসের ব্যবস্থা করা হয়েছে। সেই বাসে চড়েই দিল্লিতে পাড়ি দেবে তারা।
