TMC Candidate List: হাজার হাজার কর্মীকে সাক্ষী রেখে আজই তৃণমূলের ৪২ প্রার্থীর নাম ঘোষণা

Raja Chatterjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 10, 2024 | 11:38 AM

TMC-Loksabha Election: সূত্রের খবর, প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক নতুন নাম। প্রকাশ্য় মঞ্চ থেকে এভাবে তালিকা ঘোষণা করতে আগে কখনও দেখা যায়নি। ছক ভেঙে এই সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TMC Candidate List: হাজার হাজার কর্মীকে সাক্ষী রেখে আজই তৃণমূলের ৪২ প্রার্থীর নাম ঘোষণা
প্রস্তুত ব্রিগেড মঞ্চ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বেনজির সিদ্ধান্ত মমতার। ব্রিগেডের মঞ্চ থেকেই ঘোষণা করা হবে তৃণমূল প্রার্থীদের নাম। আসন্ন লোকসভা নির্বাচনে ৪২ আসনে কাদের প্রার্থী করা হবে, রবিবারই সেই তালিকা প্রকাশ করা হবে। ‘জনগর্জন সভা’ নামে ব্রিগেডে যে আয়োজন করা হয়েছে শাসক দলের তরফে, সেখান থেকেই নাম ঘোষণা হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। এভাবে প্রকাশ্য মঞ্চে প্রার্থী তালিকা ঘোষণা এক নজিরবিহীন ঘটনা। থাকতে পারে একাধিক চমক। বিজেপি ইতিমধ্যেই বাংলার বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর এক ধাপ এগিয়ে ৪২ জনের নামই ঘোষণা করে দিতে চলেছেন মমতা।

বিধানসভা নির্বাচনের আগে ছক ভেঙে নন্দীগ্রামে সভা থেকে নিজের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও ছিল একটি ছক ভাঙা ঘটনা। তবে প্রার্থী তালিকা ব্রিগেডের মঞ্চ থেকে প্রকাশ করে তৃণমূল কোনও বিশেষ বার্তা দিতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Next Article