Sudip Banerjee: ‘মমতাই মুখ্যমন্ত্রী থাকবেন’, উত্তরসূরি নিয়ে প্রশ্নে কী জবাব দিলেন সুদীপ?
Sudip Banerjee: বিজেপির বিরুদ্ধে রাজ্যে ধর্মের রাজনীতি করার অভিযোগ তুলে সুদীপের বক্তব্য, "ওরা ধর্মের রাজনীতি করে, এটা সবাই জানে। কিন্ত, এবার পশ্চিমবঙ্গে ওরা বেশি করে শুরু করেছে।" একইসঙ্গে তাঁর বক্তব্য, দেশে ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে চিহ্নিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ২০১১ সাল থেকে রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। একুশের নির্বাচনে দুশোর বেশি আসন পাওয়ার স্বপ্ন দেখেছিল বিজেপি। কিন্তু, তা হয়নি। ফের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছরখানেক পর রাজ্যে বিধানসভা নির্বাচন। পালাবদলের আশায় বিজেপি। কিন্তু, গেরুয়া শিবিরের সেই আশা পূরণ হবে না বলে মন্তব্য করলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন, তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন।
রবিবার উল্টোডাঙায় একটি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন উত্তর কলকাতার এই তৃণমূল সাংসদ। সেখানে তিনি বলেন, “সংসদে ওয়াকফ বিল নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বাংলায় এবার পদ্ম ফুটবে।” কিন্তু, তা হবে না বলে মন্তব্য করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের নির্বাচনে ২৫০ আসন জিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন বলে আশাবাদী সুদীপ।
বিজেপির বিরুদ্ধে রাজ্যে ধর্মের রাজনীতি করার অভিযোগ তুলে সুদীপের বক্তব্য, “ওরা ধর্মের রাজনীতি করে, এটা সবাই জানে। কিন্ত, এবার পশ্চিমবঙ্গে ওরা বেশি করে শুরু করেছে।” একইসঙ্গে তাঁর বক্তব্য, দেশে ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে চিহ্নিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই খবরটিও পড়ুন




এরপরই তিনি বলেন, “আমরা নিশ্চিন্ত যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন এবং তার পরবর্তীকালেও যে চেষ্টা, যে উদ্যোগ, যে প্রচেষ্টা যতই হোক না কেন, তৃণমূলের বীজ এত গভীরভাবে গ্রথিত হয়ে আছে বাংলার মাটিতে, তাকে সহজে উৎপাটিত করা যাবে না।”
মমতা বন্দ্যোপাধ্যায় জীবনের শেষদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন বলে মন্তব্য করেন বর্ষীয়ান এই সাংসদ। তবে মমতার উত্তরসূরি নিয়ে স্পষ্ট কোনও জবাব দিলেন না সুদীপ। তিনি বলেন, “পরবর্তীকালে আমাদের মনোনীত ব্যক্তি আসবেন।” কারও নাম নিলেন না তিনি।





