Rajanya and Prantik: ‘অগ্নিমিত্রার সঙ্গে নাকি দেখা করেছিলাম…’, বিজেপিতে ‘যাওয়া’ নিয়ে সবটা বলে দিলেন প্রান্তিক-রাজন্যা

TMC: বৃহস্পতিবার সেই নিয়ে তাদের প্রশ্ন করা হলে, গোটা বিষয়টাকে 'অপ্রাসঙ্গিক' বলে এড়িয়ে যান দু'জনেই। বিজেপিতে যোগদানের প্রস্তাব এসেছে কিনা সেই নিয়ে যেমন তারা কোনও উত্তর দেননি। আবার প্রস্তাব এলে কী করবেন, সেই নিয়ে কিছু বলতে শোনা যায়নি।

Rajanya and Prantik: অগ্নিমিত্রার সঙ্গে নাকি দেখা করেছিলাম..., বিজেপিতে যাওয়া নিয়ে সবটা বলে দিলেন প্রান্তিক-রাজন্যা
প্রান্তিক ও রাজন্যাImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jul 10, 2025 | 8:48 PM

কলকাতা: তারা দলে থেকেই শুদ্ধিকরণের বার্তা দিয়েছেন। এই পরিস্থিতিতে দলের অন্দরেই একাংশের কাছে ধাক্কাও খেতে হয়েছে। কথা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের এককালের নেতা-নেত্রী প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদারকে নিয়ে। এনারা দু’জনেই এখন তৃণমূলের অন্দরে মুচমুচে টপিক।

সাম্প্রতিক কালে ঘটা কসবা-কাণ্ড ও তাতে নাম জড়ানো তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হয়েছেন প্রান্তিক-রাজন্যা। সরব হয়েছেন দলের একাংশের ‘বিকৃত মনস্ক’ ছাত্র নেতাদের বিরুদ্ধেও। যার জেরে অস্বস্তিতে তৃণমূল। এই আবহেই জল্পনা তৈরি হয়েছে তৃণমূলের এই দুই ‘প্রতিবাদী’ মুখ সম্ভবত এবার বিজেপিতে যোগ দেবেন।

বৃহস্পতিবার সেই নিয়ে তাদের প্রশ্ন করা হলে, গোটা বিষয়টাকে ‘অপ্রাসঙ্গিক’ বলে এড়িয়ে যান দু’জনেই। বিজেপিতে যোগদানের প্রস্তাব এসেছে কিনা সেই নিয়ে যেমন তারা কোনও উত্তর দেননি। আবার প্রস্তাব এলে কী করবেন, সেই নিয়ে কিছু বলতে শোনা যায়নি।

তবে প্রান্তিক বলেন, ‘জল্পনা এতটাই যে লোকজন বলছে, অগ্নিমিত্রা পালের সঙ্গে আমরা দেখা করেছি। কিন্তু এমন কিছুই হয়নি। লোকজন আরও বলছে, দিল্লি থেকে নাকি ফোন এসেছে।’ প্রান্তিকের বক্তব্য ধরেই রাজন্যার সংযোজন, ‘কেউ একজন বলেছেন, আমাদেরকে ফান্ডিং করা হয়েছে। পেট্রোল পাম্প দেওয়া হয়েছে। কিন্তু সবটাই ভুয়ো তথ্য।’