করোনা পরিস্থিতি মাথায় রেখে এবারও তৃণমূলের ২১ জুলাই পালন ভার্চুয়ালি

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 05, 2021 | 6:16 PM

21 July: গত বছরও ২১ জুলাই ভার্চুয়ালিই পালন করেছিল তৃণমূল। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটি বিশেষ অনুষ্ঠানমঞ্চ হয়। বক্তব্য রাখেন দলনেত্রী।

করোনা পরিস্থিতি মাথায় রেখে এবারও তৃণমূলের ২১ জুলাই পালন ভার্চুয়ালি
ফাইল ছবি।

Follow Us

কলকাতা: এবারও তৃণমূলের শহিদ দিবস পালিত হবে ভার্চুয়ালি। করোনা পরিস্থিতি মাথায় রেখেই ২১ জুলাই-এর শহিদ স্মরণ ভার্চুয়ালি করার পরিকল্পনা নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল ভবনে এমনটাই জানালেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূল নেত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তাঁর সিদ্ধান্তের ভিত্তিতে রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে আমি কথা বলেছি। এবারের শহিদ দিবসের কর্মসূচিও ভার্চুয়ালিই হবে বলে ঠিক করা হয়েছে।”

১৯৯৩ সালে তখনও তৃণমূলের জন্ম হয়নি। পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় তখন বামশাসন। মসনদে জ্যোতি বসুর সরকার। সে বছর ২১ জুলাই মহাকরণ অভিযানের ডাক দিলেন মমতা। দাবি, সচিত্র ভোটার কার্ডের। লক্ষ্য, স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া। সেদিনের যুব কংগ্রেস নেত্রীর ডাকে হাজার হাজার যুব পথে নেমেছিলেন। স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত। তৈরি ছিল রাজ্য পুলিশও। অভিযোগ উঠেছিল, সেই পুলিশই বিনা প্ররোচনায় যুব কংগ্রেস নেতাদের উপর গুলি চালায়। তাতেই প্রাণ হারান মমতার ১৩ ‘সৈনিক’। সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়েই বছর বছর শহিদ দিবস পালন করে মমতা ও তাঁর দল।

আরও পড়ুন: হু হু করে দাম বাড়ছে পেট্রোপণ্যের, প্রধানমন্ত্রীকে ‘প্রতিবাদ পত্র’ মমতার! ১০-১১ জুলাই পথে নামছে তৃণমূলও

গত বছরও ২১ জুলাই ভার্চুয়ালিই পালন করেছিল তৃণমূল। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটি বিশেষ অনুষ্ঠানমঞ্চ হয়। বক্তব্য রাখেন দলনেত্রী। সেই বার্তাই ব্লকে ব্লকে জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। তৃণমূলের একুশের সমাবেশ ঘিরে বিপুল ভিড় নজরে আসে অন্যান্য বছর। তাই কোভিডের কথা মাথায় রেখেই গতবার সমাবেশ হয়নি। এবারও করোনার দ্বিতীয় ঢেউ থিতিয়ে গেলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নয়। এর মধ্যে আবার চোখ রাঙানি রয়েছে তৃতীয় ঢেউয়েরও। তাই এবারও ভার্চুয়ালেই ভরসা রাখছে তারা।

Next Article