Aadhar Scam: সংক্রমণের মতো ছড়াচ্ছে আধার-প্রতারণা, কলকাতা পুলিশের কাছেই ৬৬টি অভিযোগ

Scam: গত কয়েকদিনে একাধিক জায়গা থেকে আধার-প্রতারণার অভিযোগ উঠেছে। শুধু কলকাতা কেন, এ রাজ্যের একাধিক জেলা থেকেও একই অভিযোগ পেয়েছে পুলিশ। আধার কার্ডের জন্য উপভোক্তার যে সমস্ত বায়োমেট্রিক প্রমাণ সংগৃহীত হয়, সেগুলিকে কাজে লাগিয়েই এই প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে।

Aadhar Scam: সংক্রমণের মতো ছড়াচ্ছে আধার-প্রতারণা, কলকাতা পুলিশের কাছেই ৬৬টি অভিযোগ
কলকাতার নগরপাল বিনীত গোয়েল। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 2:42 PM

কলকাতা: পুজোর মুখে নতুন বিপদঘণ্টা শহরজুড়ে। আধার কার্ডকে হাতিয়ার করে একের পর এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠছে। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম শঙ্খশুভ্র চক্রবর্তী জানান, এখনও পর্যন্ত আধার বায়োমেট্রিক প্রতারণাকাণ্ডে কলকাতা পুলিশের কাছে ৬৬টি অভিযোগ জমা পড়েছে। জয়েন্ট সিপি ক্রাইম জানান, অধিকাংশ ক্ষেত্রেই প্রতারণার ঘটনা মূলত প্রত্যন্ত এলাকা থেকে হচ্ছে। প্রতারণার ঘটনা ঘটছে ভিন রাজ্য থেকেও।

গত কয়েকদিনে একাধিক জায়গা থেকে আধার-প্রতারণার অভিযোগ উঠেছে। শুধু কলকাতা কেন, এ রাজ্যের একাধিক জেলা থেকেও একই অভিযোগ পেয়েছে পুলিশ। আধার কার্ডের জন্য উপভোক্তার যে সমস্ত বায়োমেট্রিক প্রমাণ সংগৃহীত হয়, সেগুলিকে কাজে লাগিয়েই এই প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে।

কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল বলেন, “কলকাতা পুলিশের সাইবার সেল যথেষ্ট তৎপর হয়ে কাজ করছে। বিভিন্ন মাধ্যমে প্রচার করছে। এমআধার অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করে বায়োমেট্রিককে লক করতে হবে। এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত অভিযোগ জানান। আমাদের নজরে আসলেই আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমরা মানুষকে যেমন সচেতন করছি, পাশাপাশি ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখছি।”

জয়েন্ট সিপি ক্রাইম শঙ্খশুভ্র চক্রবর্তী জানান, চলতি বছরের জুন মাস থেকে এই ধরনের অপরাধ রিপোর্ট হতে শুরু করেছে। ব্য়াঙ্ক ফ্রড সেকশন একাধিক মামলার তদন্তও করছে। কলকাতা পুলিশের দাবি, যে সমস্ত জায়গায় এটিএম পরিষেবা অবধি পৌঁছনো যাচ্ছে না, সেখানে আধার ক্লোন করে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। প্রতারিত হওয়ার হাত থেকে সুরক্ষিত থাকতে বায়োমেট্রিক লক করে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।