Weather Update: আজই ঘুরে যাবে আবহাওয়ার ‘খেলা’
Today Weather Update: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে উত্তরের দার্জিলিংয়েও। এর পাশাপাশি ওড়িশার ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে খবর।
কলকাতা: গরম পড়ে গিয়েছে। রাস্তায় বেরলে একেবারে নাজেহাল অবস্থা হতে হচ্ছে। এখন থেকেই রোদ চশমা ও ছাতা নিয়ে বের হতে হচ্ছে। তবে সকালে গরম লাগলেও রাত্রিবেলা কিন্তু একটা ঠান্ডা-ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে। বলা হচ্ছে, এ বছর নাকি গত বছরের তুলনায়ও বেশি গরম পড়বে। তবে এই সবের মধ্যেও একটু সুখবর দিল আলিপুর হাওয়া অফিস। আজ রাজ্যের চার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোন-কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে উত্তরের দার্জিলিংয়েও। এর পাশাপাশি ওড়িশার ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে খবর।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, কোচবিহারে তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতেও মন্দ নয় আবহাওয়া। সেখানে আজ ১৪.১ সেলসিয়াস তাপমাত্রা ছিল। অপরদিকে পশ্চিমের জেলা পুরুলিয়ায় ১৫.৫ সেলসিয়াস তাপমাত্রা, শ্রীনিকেতন ১৫.৮ সেলসিয়াস তাপমাত্রা। উত্তরবঙ্গের মালদহে ১৬.৮ সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বাঁকুড়া ১৬.৯ সেলসিয়াস তাপমাত্রা।
