Train Cancelled: হাওড়া ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল সেই তালিকা
Train Cancelled: কয়েকদিন আগেই বালি ব্রিজের কাজের জন্য হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। প্রায় ১০০ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

কলকাতা: ফের বাতিল একাধিক ট্রেন। হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকার কথা ঘোষণা করা হয়েছে রেলের তরফে। ট্র্যাক ও ওভারহেডের মেরামতির কাজের জন্য ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে হয়রানির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা। আগামী ১৬ মার্চ, রবিবার বাতিল থাকবে ট্রেনগুলি।
কোন কোন ট্রেন বাতিল থাকবে
হাওড়া থেকে ৩৬০৩৩, ৩৬৮২৩ নম্বর ট্রেন চন্দনপুর থেকে ৩৬০৩৪ নম্বর ট্রেন বর্ধমান থেকে ৩৬৮৩৬ নম্বর ট্রেন
কোন কোন ট্রেনের সূচি বদল হচ্ছে
৩৬৮২৫ হাওড়া-বর্ধমান লোকাল সকাল ১১টা ২২ মিনিটের বদলে সকাল ১১টা ৪৮ মিনিটে ছাড়বে।
৩৬৮৩৮ বর্ধমান-হাওড়া লোকাল ট্রেন কাল ১১টা ৪৮ মিনিটের বদলে দুপুর ১২টা ১৫ মিনিটে ছাড়বে।
৩৭৮১২ বর্ধমান-হাওড়া লোকাল ট্রেন ৩০ মিনিট দেরীতে ছাড়বে।
কয়েকদিন আগেই বালি ব্রিজের কাজের জন্য হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। প্রায় ১০০ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এছাড়াও এপ্রিল মাসে ফের শতাধিক ট্রেন বাতিল হতে পারে বলে সূত্রের খবর।
প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। এক্সপ্রেস ট্রেনের যাত্রী সংখ্য়াও নেহাত কম নয়। তাই ট্রেন বাতিল হলে সমস্যায় পড়তে পারেন বহু মানুষ।





