
কলকাতা: বদলে যাচ্ছে ট্রেনের টাইম টেবিল। আগামী ১ জানুয়ারি থেকে কার্যকরী হচ্ছে নতুন সময়সূচি। হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখার পাশাপাশি এই নতুন টাইম টেবিলের প্রভাব পড়তে চলেছে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখাতেও। শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটেও লোকাল ট্রেনের টাইম বদলাচ্ছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী কিছু ট্রেন আগের তুলনায় আগে ছাড়বে, আবার কিছু ট্রেনের যাত্রা সময় কিছুটা পিছিয়েছে।
রেল বলছে এই সময় পরিবর্তনের ফলে ট্রেন চলাচলে সমন্বয় আরও ভাল হবে। যাত্রীদের দীর্ঘ অপেক্ষার প্রহরও এবার শেষ হবে। ট্রেন চলাচলও সুগম হবে। একই সঙ্গে ট্রেন চলাচলের গতিও আরও অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে, বাড়বে ট্রেনের সংখ্য়াও। রেল মনে করছে এই পরিবর্তন সামগ্রিকভাবে যাত্রী পরিষেবাকে আরও দ্রুত, নির্ভরযোগ্য ও কার্যকর করে তুলবে।
রেল সূত্রে জানা গেছে, এই পরিবর্তন সম্ভব হয়েছে সারা বছর ধরে চালানো নিরবচ্ছিন্ন রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোগত কাজের ফলেই। এদিকে বিগত কয়েক বছরে দফায় দফায় ট্রেন বাতিলের জেরে যাত্রী ভোগান্তিও চরমে উঠেছে। হাওড়া, শিয়ালদহ সব শাখাতেই বাতিল থেকেছে গুচ্ছ গুচ্ছ ট্রেন। রেল যদিও বলছে, একটানা কাজের জেরেই প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি সামগ্রিক পরিকাঠামোগত উন্নতিও হয়েছে। তারই সুফল এবার পাবনে যাত্রীরা। এই নতুন সময়সূচিতে মেল ও এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন এবং লোকাল ট্রেনের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। রেল মনে করছে এই পরিবর্তন সামগ্রিকভাবে যাত্রী পরিষেবাকে আরও দ্রুত, নির্ভরযোগ্য ও কার্যকর করে তুলবে।
শিয়ালদহ ডিভিশনে যে সমস্ত লোকাল ট্রেনের সময়সূচি বদল হল দেখে নিন….
বদলের পূর্ণাঙ্গ তালিকা দেখে নিন…