Kolkata-Mizoram Rail: কলকাতা স্টেশন থেকে নৈহাটি-এনজেপি পেরিয়ে সোজা আইজল চলে যাবে ট্রেন, বড় সিদ্ধান্ত রেলের

Kolkata Mizoram Train Timing: প্রথমবার রেল যোগাযোগ পৌঁছচ্ছে মিজোরামের রাজধানী আইজল পর্যন্ত। আগামী ১৩ সেপ্টেম্বর সেই রেলপথের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী।

Kolkata-Mizoram Rail: কলকাতা স্টেশন থেকে নৈহাটি-এনজেপি পেরিয়ে সোজা আইজল চলে যাবে ট্রেন, বড় সিদ্ধান্ত রেলের
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 09, 2025 | 9:44 AM

কলকাতা: উত্তর-পূর্বের রাজ্যগুলি একে একে রেলপথে জুড়ে যাচ্ছে। মিজোরামের রাজধানী আইজল পর্যন্ত রেল পরিষেবা চালু হচ্ছে প্রথমবার। তার আগেই কলকাতা থেকে রেল সংযোগের কথা ঘোষণা করে দিল রেল। অর্থাৎ কলকাতা থেকে এবার সরাসরি আইজল পৌঁছে যাওয়া যাবে রেলপথে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, সপ্তাহে তিনদিন কলকাতা থেকে ছাড়বে মিজোরামের ট্রেন। এর ফলে বাংলার পর্যটকদের খুবই সুবিধা হবে।

এতদিন পর্যন্ত মিজোরামের রেলপথ ছিল শুধুমাত্র বৈরবী স্টেশন পর্যন্ত। এবার সেই লাইন বিস্তৃত হতে চলেছে। আগামী ১৩ সেপ্টেম্বর বৈরবী থেকে আইজলের সাইরাং পর্যন্ত ট্রেন পরিষেবা শুরু হওয়ার কথা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক এক সপ্তাহ আগেই কলকাতা থেকে সরাসরি মিজোরাম ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল রেল।

প্রতি সপ্তাহে মঙ্গলবার, বুধবার ও শনিবার- এই তিনদিন পরিষেবা থাকবে। কলকাতা স্টেশন থেকে ছাড়বে ট্রেন। মাঝে পড়বে নৈহাটি, কৃষ্ণনগর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, বগরমপুর, মুর্শিদাবাদ, মালদহ, কিষাণগঞ্জ, নিউ জলপাইগুড়ি, কামাক্ষ্যা, নিউ কোচবিহার, গুয়াহাটি সহ একাধিক স্টেশন। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এলএইচবি কোচ ব্যবহার করা হচ্ছে এই ট্রেনে।

উল্লেখ্য, ৮০০০ কোটি টাকা খরচে এই রেল প্রকল্পের রূপ দেওয়া হয়েছে। এই রুটে রয়েছে, ৪৫টি টানেল, ১৫৩টি সেতু। রয়েছে ১১৪ মিটার উচ্চতার ভারতের দ্বিতীয় উচ্চতম সেতু। কার্যত এক ঐতিহাসিক রেলপথের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী।