বাইপ্যাপেই বুদ্ধদেব ভট্টাচার্য, তন্দ্রাচ্ছন্ন থাকলেও কথাবার্তা স্বাভাবিক জানাল উডল্যান্ডস

Buddhadeb Bhattacharjee health: তাঁর হাল্কা শুকনো সর্দি রয়েছে। তবে রক্তচাপ, সুগার নিয়ন্ত্রণে।

বাইপ্যাপেই বুদ্ধদেব ভট্টাচার্য, তন্দ্রাচ্ছন্ন থাকলেও কথাবার্তা স্বাভাবিক জানাল উডল্যান্ডস
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: May 29, 2021 | 11:43 AM

কলকাতা: চিকিৎসকদের ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিছুটা তন্দ্রাচ্ছন্ন ভাব রয়েছে তাঁর, কিছুটা শ্বাসের কষ্টও রয়েছে। বাইপ্যাপ সিস্টেমেই রাখা হয়েছে তাঁকে। শনিবার উডল্যান্ডস হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, ‘ক্লিনিক্যালি স্টেবল’ বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যও।

একদিকে পুরনো সিওপিডির সমস্যা, অন্যদিকে কোভিড-১৯ পজিটিভ। তাই চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাননি। গত ২৫ মে অক্সিজেন স্যাচুরেশন নেমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। মেডিক্যাল বোর্ড তৈরি করে দিনভর তাঁর পর্যবেক্ষণ চলছে। বোর্ডের মাথায় রয়েছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী। এছাড়াও রয়েছেন চিকিৎসক ধ্রুব ভট্টাচার্য, চিকিৎসক সৌতিক পাণ্ডা, চিকিৎসক সোমনাথ মাইতি, চিকিৎসক অঙ্কন বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক সরোজ মণ্ডল।

আরও পড়ুন: ধীরে ধীরে স্বস্তির চিত্র, চলতি সপ্তাহে সর্বনিম্ন সংক্রমণ বাংলায়

শনিবার উডল্যান্ডসের তরফে জানানো হয়েছে, জ্ঞান রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাঁর হাল্কা শুকনো সর্দি রয়েছে। রক্তচাপ, সুগারও নিয়ন্ত্রণে। রেমডেসিভির-সহ অন্যান্য যে সমস্ত ওষুধ-পথ্য প্রয়োজন সেগুলিও দেওয়া হচ্ছে।