
কলকাতা: এবার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ইস্যুকে সামনে রেখে বাঙালি অস্মিতায় শান তৃণমূলের। চলতি মাসেই বাংলার সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ‘বিজেপি বাংলা বিরোধী’ এই মর্মে বিশেষ প্রচার অভিযান শুরু করছে রাজ্যের শাসকদল। ভোটের আগে যা রাজনৈতিক মহলে নতুন করে হিন্দোল তুলতে চলছে বলে মত রাজনীতির কারবারিদের।
এ রাজ্যে প্রায় ২২ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক বাইরে যায় কাজ করতে যায়। সম্প্রতি বাংলা ভাষা বললেই সমস্যায় পড়ছেন তারা। নদিয়া থেকে বর্ধমান, ভিন রাজ্যে কাজে গিয়ে সেখানে বাংলার পরিযায়ী শ্রমিকদের চরম হেনস্থার মধ্যে পড়তে হয়েছে বলে অভিযোগ। কালীগঞ্জ থানার হাটগাছা গ্রাম পঞ্চায়েত এলাকার অনন্তপুর, বসরখোলা গ্রাম-সহ একাধিক গ্রামের অনেকেই ওড়িশায় কাজে গিয়েছিলেন। ওড়িশার ঝারসুগুদা জেলার ওরিয়েণ্ট থানা পুলিশ তাঁদের বাংলাদেশি বলে আটক করে রেখেছে বলে অভিযোগ। অন্যদিকে কেতুগ্রামের চর সুজাপুর গ্রামের ১৬ জন পরিযায়ী শ্রমিকও বর্তমানে ওড়িশার বিজয়নগর ও ঝাড়সুগদা থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। তা নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে চাপানউতোর।
তৃণমূল বলছে বিজেপি শাসিত রাজ্যেরই এই সমস্যা হচ্ছে। কারণ বিজেপি বাংলা বিরোধী। এই জায়গা থেকেই কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ জলপাইগুড়িতে বিশেষ প্রচারও শুরু করবে তৃণমূল। কারণ এই জেলাগুলি থেকে প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজে যান। সব মিলিয়ে এবার একুশের মঞ্চ থেকেও বাঙালি অস্মিতায় আঘাতের ইস্যু বড় হয়ে উঠতে পারে বলে মনে করছে তৃণমূল শিবির। সব মিলিয়ে নির্বাচনের আগে আরও একবার বাঙালি আবেগে শান দিচ্ছে শাসক শিবির। এখন দেখার একুশের মঞ্চ থেকে শাসকদলের তরফে শেষ পর্যন্ত কী বার্তা দেওয়া হয়।