West Bengal Assembly: রাজ্যপালের কাছে আটকে থাকা বিল আইনে পরিণত করতে বিধানসভায় প্রস্তাব? কী বলছেন স্পিকার

West Bengal Assembly: তৃণমূল বিধায়কদের অভিযোগ, বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল আটকে রেখেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১৮ বিল আটকে রয়েছে রাজভবন। এই অবস্থায় সংবিধান সংশোধনী বিল আনতে পারে রাজ্যের শাসকদল।

West Bengal Assembly: রাজ্যপালের কাছে আটকে থাকা বিল আইনে পরিণত করতে বিধানসভায় প্রস্তাব? কী বলছেন স্পিকার
ফাইল ফোটোImage Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 27, 2025 | 3:07 PM

কলকাতা: সংবিধান সংশোধনী প্রস্তাব আসতে পারে বিধানসভার অধিবেশনে। আটকে থাকা বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করার জন্য দ্রুত এই প্রস্তাব আনা হতে পারে। সূত্রের খবর এমনটাই। আইনসভায় পাশ করা কোনও বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। সুপ্রিম কোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে আসতে পারে সংশোধনী প্রস্তাব। 

তৃণমূল বিধায়কদের অভিযোগ, বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল আটকে রেখেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১৮ বিল আটকে রয়েছে রাজভবন। এই অবস্থায় সংবিধান সংশোধনী বিল আনতে পারে রাজ্যের শাসকদল। এর প্রেক্ষিতে সংবিধান সংশোধনীর প্রস্তাব আসতে পারে বিধানসভায়। তারপরই কেন্দ্রীয় সরকারের কাছে তা পাঠানো হতে পারে। 

আইনসভায় পাশ করা কোনও বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না, সুপ্রিম কোর্ট তা রায় দিয়েছে। সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, শীর্ষ আদালত ‘সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে’ আইনত এই বিশেষ রায় দিতে পারে। এই নির্দেশ কার্যকর করতে হলে সংবিধান সংশোধন করতেই হবে। এই প্রস্তাবই তৃণমূলের তরফে এবার আনা হতে পারে অধিবেশনে। 

স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় বলছেন, “সংবিধান সংশোধনের একটা প্রস্তাব বিধানসভায় গ্রহণ করে তা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাতে পারি। একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে গেলে সংবিধান সংশোধন করতে হবে। এ নিয়ে ভাবনাচিন্তা চলছে, দেখি কী হয়। সবাই মিলে আলোচনা করেই এটা ঠিক হবে।”