TMCP: ‘তোদের ফোটো তোলা আছে, কেটে রেখে দেব’, যোগেশে TMCP কর্মীদের মারধরের অভিযোগ কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: জয়দীপ দাস

Mar 26, 2025 | 11:36 AM

TMCP: রেয়াত করা হয়নি ছাত্রীদেরও। তাঁদের উপরেও চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ মারধরের পাশাপাশি খুন ও ধর্ষণের হুমকিও দেয় সালমান ও তাঁর ছেলেরা। ঘটনায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী গুরুতরভাবে জখমও হয়েছে বলে জানা যাচ্ছে।

TMCP: ‘তোদের ফোটো তোলা আছে, কেটে রেখে দেব’, যোগেশে TMCP কর্মীদের মারধরের অভিযোগ কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে
ফের বিতর্কে যোগেশ
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: ফের উত্তেজনা! ফের বিতর্ক যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। এবার গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল। ডে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ। অভিযোগের তির ৯৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের দিকে। অভিযোগ, মঙ্গলবার বিকেলে কাউন্সিলর ঘনিষ্ঠ সালমান খান (ডাক নাম ভিকি) দলবল নিয়ে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ সংলগ্ন ইন্দ্রানী পার্কে আচমকাই হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছাড়ায় ক্যাম্পাসে। 

রেযাত করা হয়নি ছাত্রীদেরও। তাঁদের উপরেও চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ মারধরের পাশাপাশি খুন ও ধর্ষণের হুমকিও দেয় সালমান ও তাঁর ছেলেরা। ঘটনায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী গুরুতরভাবে জখমও হয়েছে বলে জানা যাচ্ছে। খবর পেয়ে চারু মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের গাড়িতেই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের। 

আক্রান্ত এক ছাত্রী বলেন, “৯৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের ছেলেরা এসে আমাদের মারতে শুরু করে। বিনা কারণেই মারধর করে।” আরও একজন বলছেন, “আমাদের লাথি মেরেছে। বলেছে কলেজে থাকলে মেরে দেব, কেটে রেখে দেব। তোদের ফোটো তোলা আছে। আরও অনেক নোংরা নোংরা কথা বলেছে।”