Saayoni Ghosh: ‘কুন্তলের হাত ধরে লাভবান হয়েছেন?’, প্রশ্ন শুনেই তেলেবেগুনে রেগে গেলেন সায়নী

Saayoni Ghosh: নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। তাঁর মুখেই শোনা গিয়েছিল সায়নীর নাম। সেই রেশ ধরেই তৃণমূলের যুবনেত্রীকে ডেকে পাঠিয়েছিল ইডি।

Saayoni Ghosh: ‘কুন্তলের হাত ধরে লাভবান হয়েছেন?’, প্রশ্ন শুনেই তেলেবেগুনে রেগে গেলেন সায়নী
কুন্তল প্রসঙ্গে কী বললেন সায়নী? Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 7:09 PM

কলকাতা: শুক্রবার রাত পৌনে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েই বলেছিলেন ফের তাঁকে ডাকবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED)। যা নিয়ে তৈরি হয়েছিল চাপানউতর। শোনা যাচ্ছে আগামী ৫ জুলাই ফের তাঁকে ডাকা হতে পারে। এদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। তাঁর মুখেই প্রথম শোনা গিয়েছিল সায়নীর ঘোষের (Saayoni Ghosh) নাম। নিয়োগ দুর্নীতির দুর্বিপাকে জড়িয়ে গিয়েছিলেন তিনিও। সেই রেশ ধরেই তৃণমূলের যুবনেত্রীকে ডেকে পাঠিয়েছিল ইডি। এদিকে আদপে কুন্তলের সঙ্গে সায়নীর ঘনিষ্ঠতা কতটা? কুন্তলের হাত ধরে কতটা লাভবান হয়েছেন তিনি? এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী স্পষ্ট বললেন, “এটা তো তদন্তের বিষয়। যদি লাভ করে থাকি তাহলে সেটা তো বেরিয়ে আসবে। যদি কোনও লাভ না পাই সেটাও বেরিয়ে আসবে।” 

সূত্রের খবর, ইডির তদন্তকারীদের হাতে রয়েছে সায়নী ও কুন্তলের বেশ কিছু চ্যাট। আগামীর তদন্তে যেগুলিই বড় হাতিয়ার হতে চলেছে তদন্তকারীদের। যদিও এদিন কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন প্রসঙ্গ উঠতেই কার্যত মেজাজ হারাতে দেখা যায় সায়নীকে। শোনা যাচ্ছে যে সময়ে কুন্তলের সঙ্গে সায়নীর আর্থিক লেনদেন হয়েছে সেই সময়েই নাকি নিয়োগ দুর্নীতি সবথেকে বড় আকার নিয়েছিল। এ নিয়ে চলছে নানা জল্পনা। 

এ বিষয়ে এদিন প্রশ্ন করতেই চাঁচাছোলা ভাষায় সায়নীর উত্তর, “কে বলেছে এটা? তোমাকে বলেছে এটা? শুধু খবর করার জন্য খবর করো না। তুমি ছিলে রুমে? বানিয়ে বানিয়ে বলো না। আমি বলছি যেটা আছে সেটা বেরিয়ে যাবে। তোমাদের আমি অনেকদিন থেকে চিনি। তাই এত এন্টারটেন করছি। তোমরা যতই দেখাও এই গোটা বিল্ডিংটা আমার। কিন্তু, আসলে এই বিল্ডিংয়ে আরও অনেকে থাকেন। আশা করব, এই বাইটের পর আর তাঁদের বিরক্ত করবে না। কাল রাতে যা করেছেন তা খুবই খারাপ। লজ্জাজনক।” প্রসঙ্গত, ইতিমধ্যেই ইডির ব়্যাডারে রয়েছে সায়নীর যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি, সম্পত্তি সংক্রান্ত তথ্য, আয়কর রিটার্ন। এই সংক্রান্ত বেশ কিছু নথি শুক্রবারই সায়নীকে নিয়ে যেতে বলেছিলেন ইডির আধিকারিকরা।