Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TV9 Network MD Barun Das: মহিলা-মূল্যায়নের মাপকাঠি হোক পেশাগত সাফল্য, টিভি ৯ বাংলা নক্ষত্র সম্মানের মঞ্চে মন্তব্য এম.ডি. বরুণ দাসের

TV9 Network MD Barun Das: নারী ক্ষমতায়নকে ব্যক্তিগতভাবে সবসময় গুরুত্ব দিয়ে দেখে এসেছেন টিভি নাইন নেটওয়ার্কের এমডি বরুণ দাস। কিন্তু সমাজের একাংশের মানুষ যে এখনও মহিলাদের পেশাগত সাফল্যকে তুলনামূলকভাবে কম গুরুত্ব দিয়ে দেখেন, সেই নিয়ে আক্ষেপের সুর শোনা যায় তাঁর গলায়।

TV9 Network MD Barun Das: মহিলা-মূল্যায়নের মাপকাঠি হোক পেশাগত সাফল্য, টিভি ৯ বাংলা নক্ষত্র সম্মানের মঞ্চে মন্তব্য এম.ডি. বরুণ দাসের
টিভি নাইন নেটওয়ার্কের এমডি বরুণ দাসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 4:55 PM

কলকাতা: ‘অর্ধেক আকাশ’। নারী দিবসে বা সেমিনারে এমন তত্ত্বকথা অহরহ আলোচিত হলেও সমাজের একটা বৃহৎ অংশে আজও নারীরা মূল্যায়িত হয়ে থাকেন তিনি কতটা সফল মা বা কেমন মেয়ে অথবা কতটা ভাল স্ত্রী- এই নিরিখেই। সুধামূর্তি থেকে গীতা গোপীনাথ, আবার দ্রৌপদী মুর্মু কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নারী নক্ষত্রের উদাহরণ থাকলেও বাস্তবের দিবারাত্রির কাব্যে আজও মেয়েরা ভীষণভাবে উপেক্ষিতা। মেয়েরা পিছিয়ে থাকলে সমাজের সামগ্রিক অগ্রগতি অসম্ভব। তাই টিভি নাইন বাংলা আয়োজিত নক্ষত্র সম্মানের মঞ্চে স্বাগত ভাষণে সংস্থার এম.ডি. বরুণ দাস দৃপ্ত কণ্ঠে জানিয়ে দেন, নারী ক্ষমতায়ন বরাবরই তাঁর অগ্রাধিকারে থাকে।

বাংলার দুর্গাপুজো এমনিতেই সমগ্র বিশ্বে পরিচিতি অর্জন করেছে। এর উপর কলকাতার দুর্গোৎসবে ইউনেসকোর স্বীকৃতি মুকুটে নতুন পালক জুড়েছে। এদিন সেই দুর্গাপুজোর কথাও উঠে আসে টিভি নাইন নেটওয়ার্কের এম.ডি.-র বক্তব্যে। চন্ডীতে দেবী দুর্গাকে যেমন বলা হয়েছে ‘মাতৃরূপেণ সংস্থিতা’, তেমনই তিনি আবার ‘শক্তিরূপেণ সংস্থিতা’ও। অর্থাৎ, যে দেবী সব প্রাণের মধ্যে মাতৃরূপে বিরাজ করেন, সেই তিনিই একইসঙ্গে শক্তিরূপেও বিরাজ করেন। নক্ষত্র সম্মানের মঞ্চে টিভি নাইন নেটওয়ার্কের এম.ডি. বরুণ দাস এই বিষয়টি মনে করিয়ে দিয়ে বলেন, ‘বাংলায় দেবী দুর্গা শুধু মাতৃরূপে পূজিতা হন না, শক্তিরূপেও পূজিতা হন।’

নারী ক্ষমতায়নকে ব্যক্তিগতভাবে সবসময় গুরুত্ব দিয়ে দেখে এসেছেন টিভি নাইন নেটওয়ার্কের এমডি বরুণ দাস। কিন্তু সমাজের একাংশের মানুষ যে এখনও মহিলাদের পেশাগত সাফল্যকে তুলনামূলকভাবে কম গুরুত্ব দিয়ে দেখেন, সেই নিয়ে আক্ষেপের সুর শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, “আজও একজন মহিলার সাফল্যের মাপকাঠি বিচার করা হয় তিনি কতটা ভাল মা, মেয়ে অথবা স্ত্রী… সেই নিরিখে। একজন মহিলার পেশাগত সাফল্যের দিকটা অনেকটাই পিছনের সারিতে থাকে।”

তবে বাংলায় যে মহিলাদের সবসময় আলাদা গুরুত্ব দিয়ে আসা হয়েছে, সেই কথাও সগর্বে জানিয়েছেন বরুণ। তিনি বললেন, “আমি একজন গর্বিত বাঙালি। আমার গর্বের অন্যতম কারণ, মহিলাদের প্রতি বাঙালি সমাজের দৃষ্টিভক্তি।” নারী ক্ষমতায়ন নিয়ে বরাবরই ভাবিত টিভি নাইন নেটওয়ার্কের এম.ডি. বরুণ দাস। টিভি নাইন বাংলার তরফে বাস্তবের রূঢ় মাটিতে লড়াই করা অন্য দুর্গাদের বিশেষ স্বীকৃতির কথাও বলেন।

বিশ্বের প্রথম খবরের ওটিটি, নিউজ় নাইন প্লাসের ‘ডুয়োলগ উইদ বরুণ দাস’ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন ইনফোসিসের নারায়ণ মূর্তি ও সুধা মূর্তি। সেখানেও আলাপচারিতার সময় টিভি নাইন নেটওয়ার্কের এম.ডি.-কে বলতে শোনা যায়, সুধা মূর্তি যদি ইনফোসিসের সর্বোচ্চ পদে বসতেন, তাহলে ভারতীয় মহিলাদের জন্য তা একটি নিদর্শন হয়ে উঠতে পারত। কর্পোরেট দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভারতীয় মহিলারা আরও বেশি করে এগিয়ে আসার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠতেন বলেই মনে করেন টিভি নাইন নেটওয়ার্কের এম.ডি. বরুণ দাস।