Pujoy Pulse 2025: বারাসতে পুজোয় পালসের ট্যাবলো ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো, দেখুন কী বলছে জনতা

আসলে নারীর সৌন্দর্য্য বৃদ্ধিকারী টিপ থেকে শুরু করে পুজোর থালা, ঢাক, আবার বাংলার আপন রসগোল্লা সবই এই গোলাকৃতি। এই গোল কেবল আকার নয়। বাঙালির সংস্কৃতিরও অংশ বটে। সেই কারণে এবছরের থিম 'গোল কা মোল'।

Pujoy Pulse 2025: বারাসতে পুজোয় পালসের ট্যাবলো ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো, দেখুন কী বলছে জনতা

Sep 08, 2025 | 5:54 PM

ছুটছে tv9 বাংলা পুজোয় পালসের ট্যাবলো। জেলায় জেলায় পুজোর গন্ধ নিয়ে ছুটে যাচ্ছে পুজোয় পালস। পুজোয় পালসের সিজন ৩ তে এই বছরের থিম ‘গোল কা মোল’। মানে গোলের মূল্য। আসলে নারীর সৌন্দর্য্য বৃদ্ধিকারী টিপ থেকে শুরু করে পুজোর থালা, ঢাক, আবার বাংলার আপন রসগোল্লা সবই এই গোলাকৃতি। এই গোল কেবল আকার নয়। বাঙালির সংস্কৃতিরও অংশ বটে। সেই কারণে এবছরের থিম ‘গোল কা মোল’।

গত দু’বছরে মানুষের কাছ থেকে অভূতপূর্ব সারা পেয়েছে পুজোয় পালস। এই বছর সেই সাফল্যেকে বল করে শুরু হয়েছে যাত্রা। ইতিমধ্যেই পুজোয় পালসের ট্যাবলো গিয়ে পৌঁছেছে বারাসতে। সেই ট্যাবলোকে ঘিরে মানুষের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।

পালসের নতুন গোলমোল ফ্লেভার যেন ফিরিয়ে দিচ্ছে অতীতের স্মৃতি। ছেলেবেলার নিষ্পাপ দিনগুলিকে। তেঁতুলের স্বাদ মনে করিয়ে দিচ্ছে স্কুলের বাইরে থেকে মাত্র ২ টাকা দিয়ে আচার কিনে খাওয়ার মজা।

বারাসতে পুজোয় পালসের ক্যান্টার পৌঁছতেই যেন নাকে লাগে একটা পুজো পুজো গন্ধ। পালস গোলমোল খেয়ে কেউ বলছেন, “তেঁতুল তেঁতুল লাগছে।” কেউ বলছেন, “খেয়ে খুব ভাল লাগল।” আবার কেউ বলছেন, “খুব সুন্দর, ফ্লেভারটা খুব ভাল।”