Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: শহরের রাস্তায় যেন পাতা ‘মৃত্যু ফাঁদ’! সাতসকালে কলকাতায় জোড়া দুর্ঘটনা

Kolkata: দু'টি বাসের রেষারেষিতে ঘটে এমন কাণ্ড। এদিন ওয়েলিংটনের ওই বৃদ্ধার মতো সকাল ৯টার সময় রাস্তা পার করছিলেন সেই মহিলা। কিন্তু কে জানত, সেখানেই তার জন্য অপেক্ষা করে বসে বড় ফাঁড়া।

Kolkata: শহরের রাস্তায় যেন পাতা 'মৃত্যু ফাঁদ'! সাতসকালে কলকাতায় জোড়া দুর্ঘটনা
কলকাতাImage Credit source: ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 24, 2025 | 1:12 PM

সুমন মহাপাত্র ও সোমা দাসের প্রতিবেদন

কলকাতা: একদিকে পানাগড়ে সম্ভ্রম বাঁচাতে গাড়ি উল্টে মৃত্যু হল এক তরুণীর। সেই সময়েই খাস কলকাতায় ঘটে যায় দু’টি জোড়া দুর্ঘটনা। এক দিকে ওয়েলিংটন। অন্যদিকে, এক্সাইড মোড়। শহরের রাস্তায় ‘দাপট’ বাড়াচ্ছে উন্মত্ত চালকরা।

জানা গিয়েছে, সোমবার ওয়েলিংটন মোড়ে এক বৃদ্ধাকে ধাক্কা মেরে পালায় একটি স্কুলবাস। প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, পড়ুয়াদের নামিয়ে গতি বাড়াতেই ঘটে দুর্ঘটনা। সেই সময় রাস্তা পার করছিলেন বছর ষাটেকের ওই বৃদ্ধা। কিন্তু তা নজরে আসেনি স্কুলবাস চালকের।

যথারীতিভাবে পড়ুয়াদের নামিয়ে এক ঝটকায় বাসের গতি বাড়িয়ে দেয় সে। তারপরই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই বৃদ্ধার। সাতসকালে এমন ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়।

দ্বিতীয় ঘটনাটি এক্সাইড মোড়ে। শহরের অন্যতম যানজটপূর্ণ এলাকা এই এক্সাইড মোড়। মূলত, কর্মসূত্রেই শহর তথা শহরতলি থেকে এই প্রান্তে আসেন বহু মানুষ। আর শহরের সেই যানজটপূর্ণ এলাকাতেই সাতসকালে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের মতে, দু’টি বাসের রেষারেষিতে ঘটে এমন কাণ্ড। এদিন ওয়েলিংটনের ওই বৃদ্ধার মতো সকাল ৯টার সময় রাস্তা পার করছিলেন সেই মহিলা। কিন্তু কে জানত, সেখানেই তার জন্য অপেক্ষা করে বসে বড় ফাঁড়া। রাস্তা পার হওয়ার সময়েই একটি বাস সজোরে এসে ধাক্কা মারে সেই মহিলাকে। ঘটনাস্থলেই একেবারে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বয়ে যায় রক্তবন্যা।

দুর্ঘটনার পরেই মহিলাকে সেখানে মৃত্যুমুখে ঠেলে দিয়ে পালিয়ে যায় বাসটি। আহত মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে। তবে প্রাণ কতটা ফিরে পাবেন সেই মহিলা, তা নিয়েও ধন্দে চিকিৎসকরা।