মুচিপাড়া কাণ্ড: জামিন অধরা, ধৃত বিজেপি নেতা সজলের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 14, 2021 | 4:19 PM

আদালতে ঢোকার সময় সজল ঘোষ বলেন, "এতদিন ধরে রাজনীতি করছি। কিন্তু এরকম দিন দেখতে হবে কখনও ভাবিনি।"

মুচিপাড়া কাণ্ড: জামিন অধরা, ধৃত বিজেপি নেতা সজলের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
ফাইল ছবি

Follow Us

কলকাতা: রীতিমতো ফিল্মি কায়দায় দরজা ভেঙে বিজেপি নেতা সজল ঘোষকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে শুনানি পর্ব সরকারি ও অভিযুক্ত আইনজীবীর বচসায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। তীব্র বাদানুবাদে জড়ায় উভয় পক্ষ। যদিও পুলিশের তরফে আগামী ২৩ অগস্ট পর্যন্ত হেফাজতের আবেদন জানানো হয়েছিল।

সজলকে আদালতে তোলার আগে এ দিন কোর্ট চত্বরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। চতুর্দিকের গেট বন্ধ রাখা হয়। আদালতের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এই পরিস্থিতিতেই টানটান উত্তেজনায় চলতে থাকে শুনানি।আদালতে ঢোকার সময় সজল ঘোষ বলেন, “এতদিন ধরে রাজনীতি করছি। কিন্তু এরকম দিন দেখতে হবে কখনও ভাবিনি।” শুনানি শুরু হতেও অভিযুক্তের আইনজীবীরা নিজেদের যুক্তি সাজাতে থাকেন। অভিযোগকারী আইনজীবীকে কথাও বলতে দেওয়া হয় না। এফআইআর-র কপিতে এক লেখার উপর আরেক লেখা থাকায় একে উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করা হয়।”

তবে পুলিশের দাবি, যে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছিল, তা উদ্ধার করার প্রয়োজন রয়েছে। তাই কমপক্ষে ৯ দিনের হেফাজত দেওয়া হোক। তবে আদালতে অভিযুক্তের বিরুদ্ধে কোনও অভিযোগের প্রমাণ এখনও পুলিশ দেখাতে পারেনি, এই মর্মে সজলের জামিন চাওয়া হয়। উভয় পক্ষের যুক্তি শুনে এ দিন ৯ দিনের পুলিশ হেফাজতের আবেদনে সাড়া দেয়নি আদালত। আপাতত দু’দিনের জন্যই পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

ধৃত সজল ঘোষের বিরুদ্ধে একাধিক ধারায় একাধিক মামলা রুজু করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল, তিনি এলাকার এক ব্যবসায়ীকে অস্ত্র দেখিয়ে তাঁর দোকান থেকে ২৫-৩০ হাজার লুঠ করেছেন। এর পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ক্লাব ভাঙচুরেরও অভিযোগ আনা হয়। কিন্তু সজলবাবুর বাড়ির বক্তব্য, অস্ত্র নিয়ে ভয় দেখানো বা লুঠের মতো কোনও ঘটনা ঘটেনি। এই অভিযোগগুলি যাতে খারিজ করা হয় আদালতে সেই আবেদন জানিয়েছেন সজলের আইনজীবী।

অন্যদিকে, আজই মুচিপাড়ায় থানায় একটি অভিযোগ দায়ের করতে যান সজল ঘোষের স্ত্রী তানিয়া। তাঁর দাবি, শুক্রবার অত্যন্ত বাজেভাবে গ্রেফতার করা হয়েছে তাঁর স্বামীকে। টেনে হিঁচড়ে বাড়ি থেকে বার করে নিয়ে যাওয়া হয়েছে। সে সময় বাধা দিতে গিয়েছিলেন তিনি। তাঁকে পুলিশ টেনে হিঁচড়ে সরিয়ে দেয় বলে অভিযোগ। কিন্তু সে সময় কোনও মহিলা পুলিশ কর্মী সেখানে ছিলেন না। এই বিষয়ে শনিবার থানায় অভিযোগ আকারে জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ সেই অভিযোগ নিয়ে অস্বীকার করে বলে অভিযোগ তানিয়ার। তিনি এ ব্যাপারে এবার আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। আরও পড়ুন: মুচিপাড়াকাণ্ড: ‘জনপ্রিয়’ নেতা সজলের গ্রেফতারিতে বাড়ির সামনে প্রতিবাদী মুখের ভিড়! এবার আদালতের দ্বারস্থ স্ত্রী

 

Next Article